Calcutta High Court: বিনোদনের জন্য এত সরকারি অর্থ ব্যয় নয়; ৭৫% টাকা খরচ হবে মাস্ক-স্যানিটাইজারে, ২৫% পুলিশ-জনসংযোগে, জানিয়ে দিল হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট (Photo Credit: PTI)

কলকাতা, ১৬ অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) প্রত্যেকটি দুর্গাপুজো ক্লাব, কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তবে বিনোদনের জন্যে সরকারের এত টাকা খরচ করা যাবে না, বলে জানাল হাইকোর্ট। ৭৫% শতাংশ টাকা খরচ করতে হবে মাস্ক-স্যানিটাইজারে। ২৫ শতাংশ ব্যয় করা যেতে পারে পুলিশের সঙ্গে জনসংযোগে, অনুদান মামলায় এই রায়ই দিল আদালত। শুধু তাই নয়, সমস্ত খরচের হিসেব দিতে হবে সরকারকে। বিল-ভাউচার সমেত হিসাব সরকারকে বোঝাতে হবে কমিটিগুলিকে।

করোনা আবহে বাংলায় বারোয়ারি দুর্গাপুজো (Durga Puja 2020) বন্ধ করার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। শুক্রবার সেই মামলার শুনানির পর রাজ্য সরকারের রিপোর্ট চাইল আদালত। আরও পড়ুন, করোনাভাইরাসে আক্রান্ত সংগীত শিল্পী কুমার শানু

গত সেপ্টেম্বরেই পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে এই অনুদানের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুসারে, প্রায় ৩৭ হাজার ক্লাবকে অনুদান দিচ্ছে রাজ্য সরকার। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গাপুজোর অনুদান দেওয়ার সময় মুখ্যমন্ত্রী যা বলেছেন, বিজ্ঞপ্তির সঙ্গে তা মিলছে না। এছাড়াও, ভিড় নিয়ন্ত্রণে রাজ্য সরকারের কী পরিকল্পনা রয়েছে তা মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে আলাদা করে রিপোর্ট দিতে হবে। সোমবার রিপোর্ট জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। তারপর আদালত গাইডলাইন ঠিক করে দেবে।