Bangladesh's Police Inspector Arrested: বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশ করে বিএসএফ-র হাতে গ্রেফতার বাংলাদেশের পুলিশ কর্মী
BSF apprehended an Inspector of Dhaka Metropolitan Police (Photo: Twitter)

কোচবিহার, ৪ সেপ্টেম্বর: বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশ করে বিএসএফ-র (BSF) হাতে গ্রেফতার হলেন বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (Dhaka Metropolitan Police) এক আধিকারিক। তাঁর নাম শেখ সোহেল রানা। কোচবিহারের চ্যাংরাবান্ধায় (Changrabandha) ভারত-বাংলাদেশ সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তিনি। সন্দেহ হওয়াতে তাঁকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরই জানা যায় তাঁর পরিচয়। রানা জানিয়েছেন, তিনি নেপালের কাঠমাণ্ডু যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। ধৃতকে মেখলিগঞ্জ থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ।। তাঁর কাছে পাওয়া গিয়েছে ৪ ডেবিট কার্ড, ভিসা।

জানা যাচ্ছে, শেখ সোহেল রানা ২০০৩ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন। যদিও কিছুদিনের মধ্যে আরও ২১ জন পুলিশ কর্মীর সঙ্গে তাঁকে সাময়িক সাসপেন্ড করা হয়। ২০০৮ সালে তাঁর সাসপেনশন তুলে নেওয়া হয়। ঢাকায় বনানী থানায় কর্মরত তিনি। কী কারণে তিনি নেপালের কাঠমাণ্ডু যাওয়ার চেষ্টা করছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। আরও পড়ুন: Soumen Roy joins TMC: সপ্তাহের তৃতীয় ধাক্কা, এবার ফুল বদলে তৃণমূলে যোগ দিলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়

বিএসএফ-র টুইট: