কলকাতা, ৪ সেপ্টেম্বর: চলতি সপ্তাহে তৃতীয় ধাক্কা। রাজ্যে বিজেপি-র সঙ্কট এবার বিপর্যয়ের দিকে যেতে চলেছে। ভোটের আগে যেমন বিজেপিতে দলবদলের স্রোতে জোয়ার এসেছিল, এখন আবার পাল্টা স্রোতে ঘরখালি হওয়ার জোগাড়। বিষ্ণুপুর, বাগদা-র পর এবার কালিয়াগঞ্জের (Kaliaganj) বিজেপি (BJP) বিধায়ক সৌমেন রায় (Soumen Roy) যোগ দিলেন তৃণমূলে (TMC)। এবার একেবারে উত্তরবঙ্গে ধাক্কা খেল বিজেপি। তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি (Partha Chatterjee)-র হাত থেকে দলীয় পতাকা তুলে নেন উত্তর দিনাজপুর জেলার বিজেপি বিধায়ক সৌমেন রায়।
ক মাস আগে হওয়া বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ কেন্দ্রে ২২ হাজার ভোটের ব্যবধানে তৃণমূলের তপন দেব সিনহা-কে হারিয়েছিলেন বিজেপি-র সৌমেন রায়। ভোটে জেতার পর থেকে তাঁর সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছিল। চলতি সপ্তাহে এর আগে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ ও বাগদা-র বিধায়ক বিশ্বজিত দাস (Biswajit Das)-বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। আরও পড়ুন: WB By-Election 2021: ৩০ সেপ্টেম্বর ভবানীপুর আসনে উপনির্বাচন, ফল ঘোষণা ৩ অক্টোবর
West Bengal: BJP MLA from Kaliaganj, Soumen Roy joins TMC in presence of state minister and party leader Partha Chatterjee in Kolkata pic.twitter.com/bRKnZjQOwN
— ANI (@ANI) September 4, 2021
ক মাস আগে হওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে ভরাডুবি হলেও, উত্তরবঙ্গে মান বাঁচিয়েছিল বিজেপি। কিন্তু দলবদলের হাওয়া এবার উত্তরেও ঢুকে পড়ায় শঙ্কার বড় কারণ থাকছে বিজেপি-র। দেশের ক্ষমতাসীন দল হওয়া সত্ত্বেও এভাবে কেন এভাবে দলের বিধায়করা দলত্যাগ করছেন, তা নিয়ে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের প্রশ্নের মুখে পড়তে হবে।
দলবদলের সপ্তাহ
সোমবার- তন্ময় ঘোষ (বিষ্ণুপুর), বিজেপি ছেড়ে তৃণমূলে
মঙ্গলবার- বিশ্বজিত দাস (বাগদা), বিজেপি ছেড়ে তৃণমূলে
শনিবার-সৌমেন রায় (কালিয়াগঞ্জ), বিজেপি ছেড়ে তৃণমূলে