Bomb Explosion During Vote Count in West Bengal Kaliganj (Photo Credits: X)

বিধানসভার উপনির্বাচনের ফলাফল গণনার দিন রক্ত ঝরল বাংলায়। কালীগঞ্জে (Kaliganj) ভোটগণনা চলাকালীন আচমকা বিস্ফোরণ। মৃত্যু হয়েছে ১৩ বছরের এক কিশোরীর। ভোট গণনা চলাকালীন বোমা বিস্ফোরণের ঘটনা এবং নাবালিকার মৃত্যুর জেরে এলাকায় তীব্র বিশৃঙ্খলা ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কৃষ্ণনগরের কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রায় ২ হাজার ৮০০ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আলিফা খাতুন (Alifa Khatun)। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপনির্বাচনে জয় নিশ্চিত হতেই বিজয়মিছিল মিছিল বের করেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা। বিজয়মিছিল থেকে সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় বোমা। কালীগঞ্জের মেলেন্দি এলাকায় সেই সময়ে নিজের বাড়িতে ফিরছিল ওই কিশোরী। বোমার আঘাতে গুরুতর জখম হয় সে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয়েছে ওই কিশোরীর।

উপনির্বাচনের ভোটগণনার দিন রক্ত ঝরল বাংলায়

জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম তামান্না খাতুন। চতুর্থ শ্রেনীর পড়ুয়া সে। মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেল থেকে তৃণমূল সুপ্রিমো লেখেন, 'বিস্ফোরণে তরুণীর মৃত্যুতে আমি হতবাক এবং গভীরভাবে শোকাহত। এই শোকের মুহূর্তে তাঁর পরিবারের জন্যে আমার প্রার্থনা রইল।' তিনি এও জানান, পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সিদ্ধান্তমূলক শাস্তি দেওয়া হবে। কালীগঞ্জে ভোটগণনা পর্বে বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্যে।