২১শে-র সভায় মমতা ব্যানার্জি। ফাইল ছবি। (Photo Credits: Facebook)

কলকাতা, ২১ জুলাই: TMC Martyrs’ Day Rally HIGHLIGHTS- তৃণমূলের শহিদ দিবস, ২১ শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে পুরনো ছন্দে মমতা ব্যানার্জি। চেনা ভিড় কিছুটা পাতলা হলেও দলীয় কর্মীদের মেজাজে দারুণ খুশি মমতা ব্যানার্জি একহাত নিলেন বিজেপি-কে। তৃণমূল সুপ্রিমো লোকসভা নির্বাচনে বিজেপি-র বড় জয়কে রহস্যজনক উল্লেখ করে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন, ''বিজেপি-র জয় হিস্ট্রি নয় মিস্ট্রি''। এবার থেকে রাজ্য়ের সব নির্বাচন ফেরে ব্যালেট বক্সে করার দাবি তুললেন মমতা।

তৃণমূল সুপ্রিমোর দাবি, বিশ্বের সব দেশে ইভিএম-র বদলে ব্যালটে ভোট হয়। কারণ EVM-এ কারচুপিতে জনতার রায় প্রতিফলিত হয় না। আর তাই মমতার দাবি ব্যালট বক্সে ভোট হোক।  কাটমানির পাল্টা ব্ল্যাকমানিতে বিজেপিকে আক্রমণ করেন মমতা। আরও পড়ুন- ভারতীয় দল ঘোষণা হয়ে গেল, দেখুন কী চমক থাকল

দলের কর্মীদের চাঙ্গা করতে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন দিদি। দলীয় কর্মীদেরও কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী। কর্মীদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন তিনি। সমাবেশ মঞ্চ থেকে তিনি বলেন, ''ঘরে বসে কখনই রাজনীতি করা যাবে না। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে।'' বুথস্তরের কর্মীদের টাস্ক দিয়ে মমতা জানালেন, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। মমতা আনছেন বিজেপি এবার বাংলা ছাড়ো আন্দলোন। আগামী ৯ অগাস্ট ব্লকে ব্লকে বিজেপি বাংলা ছাড় আন্দোলন করবে তৃণমূল। ২৬ ও ২৭ জুলাই- ব্ল্যাকমানি ফেরতের দাবিতে জেলায় জেলায়, ব্লকে ব্লকে, বুথে বুথে 'ফিরিয়ে দাও' আন্দোলনের ডাক দেন তৃণমূল নেত্রী। কাটমানির পাল্টা বিজেপির উদ্দেশে ব্ল্যাকমানি ফেরতের চ্যালেঞ্জ ছোঁড়েন তিনি। দেখুন মমতা ২১শে-র সভায় আজ কী বললেন

রাজীব গান্ধীর উদাহরণ টেনে বলেন, উনি ৪০০-আসনে জিতে ক্ষমতায় এলেও ভাল কাজ করতে পারেননি। তাই মোদি সরকারকে সাবধানবামী দিয়ে রাখলেন মমতা। একেবার ভরা জনতার সামনে দাঁড়িয়ে একের পর এক ঝাঁঝালো বক্তৃতা দিলেন মুখ্যমন্ত্রী। জনসভা থেকে মমতার অভিযোগ, ''গত লোকসভা নির্বাচনে হিসেব বহির্ভূত টাকা খরচ করেছে বিজেপি। বিদেশ থেকেও টাকা সাহায্য পেয়েছে তারা।'' সেই টাকার হিসেব দেওয়ার দাবিও তুলেছেন মমতা। একুশের জনসভা থেকে পিআরটি স্কেলের দাবিতে অনশনকারী শিক্ষকদের কড়া বার্তা দিলেন মমতা। সমাবেশ মঞ্চ থেকে তাঁর মন্তব্য, ‘‘কেন্দ্রীয় সরকারের সমান মাইনে চাইলে দিল্লির চাকরি করুন।''