হলদিয়া, ২০ মার্চ: “মেদিনীপুরে কিছু গদ্দারকে পুষেছি।” হলদিয়ার জনসভা থেকে শুভেন্দু অধিকারীকে বকলমে আপদ বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সিপিএমের হার্মাদরা এখন বিজেপিতে, কঙ্কালকাণ্ডের মালিকেরা। বছরে চারমাস দুয়ারে সরকার হবে আপনার ঘরের সামনে। আগস্ট, সেপ্টেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। কারোর কাছে যাবেন না। তৃণমূলকে ভোট (WB Assembly Elections 2021) দিলে রেশন পৌঁছে যাবে দুয়ারে। কেন্দ্র আইসিডিএস প্রায় বন্ধই করে দিয়েছিল। আমরা আইসিডিএস-এর ভাতা বাড়িয়েছি। তৃণমূল ক্ষমতায় ফিরলে কৃষকদের ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। মে মাস থেকে মা-বোনেদের মাসে ৫০০ টাকা হাত খরচ দেওয়া হবে। রাজ্যের ২৯৪টি কেন্দ্রে আমিই প্রার্থী। তাই ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিন। ওঁরা জিতলে তৃণমূলের সরকার হবে, নাহলে হবে না।”
“ইঞ্চিতে ইঞ্চিতে যুদ্ধ হবে। খেলা হবে। মা বোনেরা হাতাখুন্তি নিয়ে এগিয়ে যাবেন। হাত তো আছেই দুটো থাপ্পড় তো মারতে পারবেন। আমাকেও মারতে পারেন। চাই না চাই না বিজেপিকে চাই না। কৃষক হত্যাকারীদের চাই না। রাবণদের চাই না। শ্রমিকরা, কৃষকরা ছাত্র যৌবন ওদের যায় না। ২৭ তারিখে প্রথম গোলটা আপনারাই মারবেন, যাতে বিজেপি বোল্ড আউট হয়ে মাঠের বাইরে বেরিয়ে যায়। আর যেন বাংলার দিকে ফিরেও না তাকাতে পারে। বাংলা আমাদের ভাগ্যশ্রী। বাংলা আমাদের তেজস্বী। বিজেপিকে বিদায় দিন। বাংলাকে শান্তিতে থাকতে দিন।” আরও পড়ুন-Coronavirus Outbreak Again: বিয়েবাড়িতে মাস্কহীন উপচে পড়া ভিড়েই বাড়ছে করোনার সংক্রমণ, বললেন নীতি আয়োগ বিশেষজ্ঞ
মোদির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতা বলেন, “ইলেকশন আসলে শুধু মিথ্যে কথা বলে, আর ভাষণ দেয়। মোদি ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল, ১ লক্ষ টাকাও দিয়েছে? টিভি চ্যানেলের মালিকদের কিনে নিয়ে বলা হচ্ছে, বিজেপি ৬৮ শতাংশ পাবে। আরে ৮ শতাংশ পাক। টাকা দিয়ে এসব বলানো হচ্ছে। গদ্দারদের স্তব্ধ করে দিন। সিপিএমের হার্মাদদের স্তব্ধ দিন। সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। তাই ভোটটা তৃণমূলকে দিন।”