বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়কের নাম কেন বিধানসভায় বিজেপি বক্তাদের তালিকায় রয়েছে! সোমবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে বিধানসভার সামনে জমায়েত করেন বিজেপি বিধায়কেরা। তাঁদের অভিযোগ, বিধানসভায় আলোচনার জন্যে বিরোধীদের ৬০ মিনিট সময় দেওয়া হয়েছিল। বিজেপি বক্তাদের যে তালিকা পেশ করা হয় তাতে নাম রয়েছে তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলালের (Suman Kanjilal)। যিনি এক সময়ে বিজেপিতে থাকলেও এখন তৃণমূল বিধায়ক। বিধানসভায় বিজেপি বক্তাদের তালিকায় তৃণমূল বিধায়কের নাম দেখে চোটে যায় বিরোধী বিধায়কেরা। স্পিকারের কাছে জবাব চাওয়া হলেও তিনি এই নিয়ে কথা বলতে প্রস্তুত নন। স্পিকারের আচরণের প্রতিবাদ জানিয়ে বিধানসভার বাইরে বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) নেতৃত্বে বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়কেরা।
অগ্নিমিত্রা বলেন, 'কে সুমন কাঞ্জিলাল। এক সময়ে বিজেপিতে ছিলেন। এখন তৃণমূলে। বিধানসভায় বিজেপি বক্তাদের নামের তালিকায় তৃণমূল বিধায়কের নাম কেন থাকবে। করবে তৃণমূল অথচ নাম থাকবে বিজেপির তালিকায়! আমরা এর প্রতিবাদ জানাচ্ছি'।
বিজেপি বিধায়কদের বিক্ষোভ...
#WATCH | West Bengal: BJP MLA Agnimitra Paul says, "...Today we wanted to have a discussion in the assembly. Sixty minutes were given to the opposition to speak but Suman Kanjilal's name was included in the name of BJP speakers. He is a leader who once was a part of BJP but later… pic.twitter.com/mWDFYWwwG6
— ANI (@ANI) July 29, 2024
২০১১ সালের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার আসন থেকে বিজেপির টিকিটে জয়লাভ করে বিধায়ক হন পেশায় সাংবাদিক সুমন কাঞ্জিলাল। ২০২৩ সালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তিনি। দলবদল করতেই সুমনের কাঁধে বড় দায়িত্ব দেয় ঘাসফুল শিবির। সোজা বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে বসানো হয় তাঁকে।