কলকাতাঃ ঘর থেকে উদ্ধার বিজেপি নেতা দিলীপ ঘোষ (BJP Dilip Ghosh) ও তাঁর নব বিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদারের (Rinku Majumder)ছেলের দেহ। সল্টলেকের (Saltlake)ফ্ল্যাট থেকে ঝুলুন্ত অবস্থায় উদ্ধার বছর ২৬ এর সৃঞ্জয় মজুমদারের দেহ। ডাকনাম প্রীতম। এরপর আরজি কর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। পরে দেহ নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান পুলিশের। প্রীতম সল্টেলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। শোনা যাচ্ছে সামনেই তাঁর বিয়ে ছিল। কী কারণে মৃত্যু? তা ঘিরে ঘনাচ্ছে রহস্য। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুনঃ রিঙ্কু মজুমদারের ছেলের মৃত্যু? দিলীপ ঘোষের সঙ্গে মায়ের বিয়ের পর কী কারণে চলে গেলেন সৃঞ্জয়? দাবি রহস্য মৃত্যুর
কীভাবে মৃত্যু দিলীপ ঘোষের ছেলে সৃঞ্জয়ের?
সম্প্রতি বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে বিয়ে করে নতুন জীবনের সূচনা করেন সৃঞ্জয়ের মা রিঙ্কু মজুমদার। রিঙ্কু বিজেপি যুব মোর্চার নেত্রী। কয়েকদিন আগে পর্যন্তও চর্চায় ছিল রিঙ্কু ও দিলীপের বিয়ে। বেশি বয়সে বিয়ে নিয়ে কম কটাক্ষের শিকার হননি এই যুগল। তবে মায়ের দ্বিতীয় বিয়েতে সম্মতি ছিল মৃত সৃঞ্জয়ের। বিয়েতে সশরীরে উপস্থিত না থাকলেও সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি জানান, মা রিঙ্কু মজুমদারের এই সিদ্ধান্তে তিনি খুশি। যদি সত্যিই আত্মহত্যা করে থাকেন তিনি তবে কেন এই চূড়ান্ত পদক্ষেপ? সামনে তাঁর বিয়ে ছিল। এই সময় খুশি থাকার কথা তাঁর। তবে কি কোনও কারণে মানসিকভাবে কি ভেঙে পড়েছিলেন তিনি? ট্রোলের শিকার হন? কেন এভাবে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত? দানা বাঁধছে একাধিক প্রশ্ন।