রানিকুঠি, ২৯ মার্চ: দলীয় কার্যালয়ে এক কর্মীকে থাপ্পড় মেরে বিতর্কে জড়ালেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। দোল উপলক্ষে রবিবার রানিকুঠির বিজেপি কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন সেখানেই স্ত্রী ও মেয়েকে নিয়ে যান বাবুল। তিনি যখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন, সেই সময়ই দলীয় কর্মীদের মধ্যে থেকে এক যুবক বলে ওঠেন, ছবি দেখিয়ে কিছু হবে না। এখানে লড়তে হবে। বাবুলের কথা বলার মাঝে মন্তব্য করেন তিনি। এতে বেজায় চটে যান টালিগঞ্জের বিজেপি প্রার্থী। ওই যুবককে দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে তাঁকে থাপ্পড় মারতে দেখা যায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিতর্কে জড়ান বাবুল। আরও পড়ুন-WB Assembly Elections 2021: “মুখ্যমন্ত্রীর জন্যও এত করি না’, ঠাট্টা করছ?” চৈত্রের খরতাপে প্রচারে বেরিয়ে চটলেন নুসরত
এনিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, তৃণমূল বিজেপির মধ্যে নিজেদের কর্মী সমর্থকদের ঢুকিয়ে দিচ্ছে। গোলমাল শুরু করার জন্য। তাই সাবধান হতে হবে। আমি যদি ওই যুবককে টেনে নিয়ে না যেতাম, দলীয় কর্মীদের অনেকেই ওর উপরে চড়াও হত। একটা মারধর লেগে যেত। এর মধ্যে মীরজাফরও আছে আবার বিভীষণও রয়েছে। তবে বাবুল যাঁকে মারলেন তিনি মীরজাফর না বিভীষণ, ঠিক কোন গোত্রের তা স্পষ্ট করেননি। এদিকে বাবুলের মন্তব্য প্রকাশ্যে আসতেই কুণাল ঘোষ বলেন, “যাদের যোগদান মেলা করে লোক আনছে, তাদের আর এসব কথার কোনও মূল্য নেই। আদি বিজেপি নব্য বিজেপির কোন্দল।”