অশোকনগর, ২৯ মার্চ: দুদিন আগেই প্রচারে বেরিয়ে পায়ে আঘাত পেয়েছেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। পায়ে বরফও দেননি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের প্রচার শুরু করে দেন। এবার ক্ষোভের না শোনা গেল আর এক সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) গলায়। সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় বাইরাল হলেও তার সত্যতা এখনও যাচাই হয়নি। শনিবার অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে প্রচারে অংশ নেন নুসরত। এমনিতে মাঝ চৈত্রের খরতপে বঙ্গবাসী নাজেহাল। তার উপরে ভোটের পারদে গরম বেড়েছে। ভোট বড় বালাই তাই প্রচারও করতে হবে। নুসরতও তা সানন্দেই মেনে নিয়েছিলেন। কিন্তু এক ঘণ্টার টানা প্রচারের পরেও দলীয় কর্মীদের মধ্যে তাঁকে আরও আধঘণ্টা প্রচারের অনুরোধ আসতেই বেঁকে বসেন নুসরত। আরও পড়ুন-WB Assembly Elections 2021 : 'বাংলায় ঠাই পাবে না বহিরাগতরা', শাহকে আক্রমণ মমতার
রাগত স্বরে জানিয়ে দেন, “মুখ্যমন্ত্রীর জন্যও এত করি না’, ঠাট্টা করছ?” এরপর নিজেই বলেন,“এক ঘণ্টার উপরে ব়্যালি করছি।” ক্রদ্ধ স্বরে না জানিয়েই হুড খোলা গাড়ি থেকে নেমে পড়েছেন অভিনেত্রী। তাঁর এহেন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিকে নুসরতকে রেগে যেতে দেখে রাস্তার দু’পাশে থাকা দলীয় কর্মীরা ততক্ষণে হাত তালি দিয়ে অভিবাদন জানিয়েছেন। কেউ কেউ বলছেন ঠিক আচে। তবে তাতেও অভিনেত্রীর রাগ পড়েনি।
বিষয়টি তৃণমূল নেতৃত্বের নজরে আসলেও তানিয়ে মুখ খোলেননি কেউই।