কলকাতা, ২৮ মার্চ : তৃণমূল কংগ্রেসই জিতবে (WB Assembly Elections 2021)।বাংলায় ঠাই পাবে না 'বহিরাগতরা'। চণ্ডীপুরের জনসভা থেকে এভাবেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
চণ্ডীপুরে তৃণমূল কংগ্রেসের (TMC) তারকা প্রার্থী সোহম চক্রবর্তীর সমর্থনে রবিবার জনসভা করেন মমতা বন্দ্যোাধ্যায়। নির্বাচনী জনসভা থেকেই বিজেপির (BJP) বিরুদ্ধে কড়া আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।
Home Minister said they will win 26 out of 30 seats where voting took place in the first phase. Have you (HM Amit Shah) entered the EVM? Why didn't you say BJP will win all 30 seats. Let's wait for May 2. TMC will win. Outsiders can't rule Bengal: West Bengal CM Mamata Banerjee https://t.co/eog3qyXciI pic.twitter.com/y8HcpUhkrg
— ANI (@ANI) March 28, 2021
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কটাক্ষ করে মমতা বলেন, উনি বলছেন প্রথম দফায় ৩০টির মধ্যে ২৬টি পাবে বিজেপি। উনি কি ইভিএমের মধ্যে ঢুকে বসে রয়েছেন? এসবের চেয়ে বলুন না, আপনারা ৩০টির মধ্যে ৩০টিই পাবেন। ২ মে-র জন্য অপেক্ষা করুন। তৃণমূল কংগ্রেসই জিতবে। 'বহিরাগতদের' কোনও জায়গা পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গের (West Bengal) মানুষ বহিরাগতদের এ রাজ্য কোনওভাবেই ঠাই দেবে না বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : West Bengal Assembly Elections 2021: 'বাংলায় পরিবর্তন আসছে ', দাবি মিঠুনের
প্রসঙ্গত শনিবার প্রথম দফা ভোটের পর আজ দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি বলেন, পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে ৩০টি আসনের মধ্যে বিজেপি পাবে ২৬টি। অমিত শাহের ওই দাবির পরপরই তাঁর বিরুদ্ধে জোর গলায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।