Supreme Court (Photo Credits: ANI/X)

MGNREGA in Bengal: বাংলায় বন্ধ থাকা একশো দিনের কাজের প্রকল্প (MGNREGA) ফের শুরু করার নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। আজ, সোমবার শীর্ষ আদালত কেন্দ্রের দায়ের করা বিশেষ লিভ পিটিশন (SLP) খারিজ করে দেয়। ফলে ১০০ দিনের কাজের মনরেগা প্রকল্প নিয়ে কলকাতা হাই কোর্টের রায় কার্যকর থাকছে। গত ১৮ জুন কলকাতা হাই কোর্ট পশ্চিমবঙ্গে ১ আগস্ট ২০২৫ থেকে আবারও ১০০ দিনের কাজ প্রকল্প শুরু করার নির্দেশ দিয়েছিল। হাইকোর্ট জানিয়েছিল, তিন বছর ধরে প্রকল্প বন্ধ রাখার কোনও যুক্তি নেই।

কী বলল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতা-র ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আবেদন খারিজ করে জানায়, 'এই বিষয়ে হস্তক্ষেপের কোনও প্রয়োজন আমরা দেখছি না।'প্রায় তিন বছর ধরে পশ্চিমবঙ্গে এই প্রকল্প বন্ধ। কেন্দ্রীয় সরকারের অভিযোগ, মজুরি বণ্টনে দুর্নীতি ও অনিয়ম হয়েছে। রাজ্য সরকার এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এই বিষয়ে আদালত জানায়, প্রকল্প বন্ধ রাখার সিদ্ধান্ত অন্যায্য। তবে কেন্দ্র চাইলে অতীতের অনিয়ম তদন্ত চালাতে পারবে।

দেখুন খবরটি

প্রকল্প বন্ধ থাকায় বাংলার শ্রমিকদের বড় ক্ষতি

কেন্দ্রের দাবি ছিল, আর্থিক অনিয়ম ও গাফিলতির কারণে প্রকল্প ফের চালুর আগে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। হাই কোর্ট জানিয়েছিল, কেন্দ্র বিশেষ শর্ত ও বিধিনিষেধ আরোপ করতে পারে এবং রাজ্যকে তা মানতেই হবে। প্রকল্প বন্ধ থাকায় রাজ্যের দুই কোটিরও বেশি গ্রামীণ শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকেই কাজের সন্ধানে অন্য রাজ্যে পাড়ি দিয়েছেন। হাই কোর্ট নির্দেশ দিয়েছে, অতীতের অনিয়ম থেকে উদ্ধৃত অর্থ ভারতের সমন্বিত তহবিলে (Consolidated Fund of India) জমা দিতে হবে।