Representational Image (Photo Credits: Pixabay)

বিধাননগর পৌর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও বর্তমানে বিধাননগর আইএনটিটিইউসির সভাপতি নির্মল দত্তের ওপর গুলির চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সোমবার সকাল সাতটা নাগাদ নিজের ওয়ার্ড অফিসে পৌঁছে তালা খুলতে গিয়েই প্রাণঘাতী হামলার মুখে পড়েন তিনি। অভিযোগ, মুখে মাস্ক পড়া এক দুষ্কৃতী পিছন দিক থেকে এসে হঠাৎই গুলি চালানোর চেষ্টা করে।

অভিযোগ, মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বুঝে ফেলেন নির্মলবাবু। তিনি দুষ্কৃতীর হাতে ধরা বন্দুকটি চেপে ধরেন, শুরু হয় তীব্র ধস্তাধস্তি। সেই সময় অভিযুক্ত যুবক বন্দুকের বাট দিয়ে নির্মলবাবুর মাথায় জোরে আঘাত করে বলে জানা গেছে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চিৎকার শুনে আশপাশের স্থানীয়রা ছুটে আসতেই আতঙ্কিত দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়দের তৎপরতায় দ্রুতই বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় নির্মল দত্তকে। প্রাথমিক চিকিৎসার পর তিনি আপাতত স্থিতিশীল, তবে মাথায় চোট লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর।

ঘটনার খবর পেয়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকা জুড়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তের গতিবিধি ও পরিচয় শনাক্তের জন্য। কেন এই হামলা, রাজনৈতিক নাকি ব্যক্তিগত কারণে— তা খতিয়ে দেখছে পুলিশ।

দিনদুপুরে এমন হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে বিধাননগর জুড়ে। স্থানীয়দের দাবি, এলাকায় বাড়ানো হোক নিরাপত্তা। অন্যদিকে, এই ঘটনায় তৃণমূলের স্থানীয় নেতৃত্বও ক্ষোভ প্রকাশ করেছে এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি তুলেছে।

শেষে প্রশ্ন উঠছে— রাজনৈতিক প্রতিহিংসা, নাকি অন্য কোনও রহস্য লুকিয়ে আছে এই গুলিচেষ্টার পেছনে?