Bengal Global Summit 2023: তৈরি হচ্ছে বাংলা। সাজছে শহর। মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হচ্ছে দু'দিনের সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে উৎসবের মুড সবে কাটিয়ে ওঠা কলকাতার রাজপথ সেজে উঠছে। কলকতার রাস্তার ডিভাইডারগুলিতে রঙ করার কাজ চলছে, খারাপ হয়ে যাওয়া রাস্তা মেরামতের কাজও চলছে। শহরের বিভিন্ন প্রান্তে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বড় হোর্ডিং পড়়েছে। অতিথিদের স্বাগত জানাতে বিশেষ পোস্টারও লগানো হচ্ছে।
বাংলায় বিনিয়োগ আনার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ২০১৫ সাল থেকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু করেন। প্রতিবার বিশ্বের বিভিন্ন দেশের প্রথমসারির শিল্পপতি, উদ্যোগপতি, স্টার্টআপ ব্যবসায়ীরা বাংলায় এসে বঙ্গ বাণিজিয সম্মেলনে যোগ দেন। এবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জাপান, স্পেন, জার্মানি, লুক্সেমবার্গ সহ ২০টি দেশের শিল্পপতিরা। আরও পড়ুন-বিজেপিকে ভোট দিলে রাজ্যের সবাইকে বিনা খরচে রামমন্দির দেখাবে সরকার, প্রতিশ্রুতি অমিত শাহ-র
দেখুন ভিডিয়ো
#BGBS over the years have successfully represented how #BengalmeansBusiness.
The 7th edition of the Bengal Global Business Summit is on its way! From November 21 - 22, 2023 at Biswa Bangla Convention Centre, Biswa Bangla Mela Prangan and Dhono Dhanyo Auditorium. pic.twitter.com/lPtCTfRO3q
— Bengal Global Summit (@BengalSummit) November 10, 2023
ভারতের ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। হাজারের বেশী অতিথি, দেশে বিদেশের ৩৫ জন প্রথমসারির শিল্পপতিরা থাকবেন এবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিশ্ব বঙ্গ বাণিজ্যিক সম্মেলনে উপস্থিত থাকবেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পাশাপাশি এই সম্মেলন হবে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গন ও ধন্য ধান্য অডিটোরিয়ামেও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে সফল বানানোর জন্য যাবতীয় চেষ্টা করছেন। মমতার লক্ষ্য হল, বড় বিনিয়োগ। বড় মাপের বিদেশী বিনিয়োগ আনার চেষ্টা করছে রাজ্য সরকার।