বারাকপুর, ২২ এপ্রিল: রাজ্যে বিধানসভা নির্বাচনের আজ ষষ্ঠ দফার ভোটগ্রহণ। সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত চলছে ভোটের কাজ। বারাকপুরের তৃণমূল প্রার্থী তারকা পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সকাল থেকেই নিজের কেন্দ্রে ঘুরে ঘুরে ভোটগ্রহণের কাজ তদারকি করছেন তিনি। তবে লালকুঠি এলাকায় যেতেই বিপত্তি। সেখানকার বিজেপির কর্মী সমর্থকরা তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগান দিতে শুরু করে। তবে এসবে দমার পাত্র নন রাজ চক্রবর্তী। বরং সাংবাদিকদের বললেন, “একশো শতাংশ আশাবাদী। আমি আমার মতো করে চেষ্টা করেছি। পার্টির কর্মীরা অনেক খেটেছেন। মানুষের ভালোবাসা রয়েছে। আমার বিশ্বাস, দিনের শেষে আমরাই হাসব। আজকের সিনেমা হিট করে গিয়েছে। ৩০ থেকে ৩৫ হাজার ভোটে লিড নিয়ে জিতব।” আরও পড়ুন-Ashish Yechury dies of Covid-19: করোনা কাড়ল প্রাণ, প্রয়াত সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির ছেলে আশিস
টলিপাড়ায় জনপ্রিয় পরিচালক হলেও রাজনীতিতে একেবারেই আনকোরা হালিশহর কাচরা পাড়ার ঘরের ছেলে রাজ চক্রবর্তী। তবে তাতে কী, ভোট প্রচার থেকে শুরু করে মানুষের সঙ্গে গিয়ে তাঁর কথা বলার ধরণ দেখে একবারও মনে হবে না যে এই প্রথম ভোটে লড়ছেন তিনি। একেবারে আত্মবিশ্বাসে ভরপুর। বললেন, দিনের শেষ হাসবেন তিনিই। বারাকপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতছে। এখানে বিজেপির প্রার্থী চন্দ্রমণি শুক্লা। মাস খানেক আগেই যাঁর ছেলে খুন হয়েছেন। সেই ‘মণীশ শুক্লা হত্যাকাণ্ডে’র আবেগও বারাকপুরের আসন জিততে পদ্ম শিবিরের হাতিয়ার হতে পারে। তবে রাজ কিন্তু তেমন কিছু ভাবছেন না।