Photo Credits: IANS

গতবারের মত এবারও লোকসভায় অর্জুন সিংকে প্রার্থী করেনি তৃণমূল। তাঁর কেন্দ্রে নৈহাটির বিধায়ক পার্থ-মন্ত্রী পার্থ ভৌমিক-কে বারাকপুরে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার তাঁকে টিকিট না দিয়ে দীনেশ ত্রিবেদী-কে প্রার্থী করায় বিজেপির টিকিটে ব্যারাকপুরে জিতে দেখিয়েছিলেন অর্জুন। কিন্তু বিজেপি-তে গিয়ে টিকতে না পেরে ফের পুরনো দলে ফিরেছিলেন। কিন্তু এবারও দিদি লোকসভায় টিকিট দিল না অর্জুন-কে। যা নিয়ে ক্ষুব্ধ অর্জুন জানালেন, তৃণমূল কথা দিয়ে কথা রাখল না।

এরপরই সময় যত যাচ্ছে পরিষ্কার হচ্ছে অর্জুন সিং বিজেপিতে ফিরছেন। অর্জুনের ছেলে পবন সিং এখন বিজেপির বিধায়ক। দাপটের সঙ্গে দল করছেন। অর্জুন অবশ্য এখনও সরাসরি কিছু না বললেও তার অনুরাগীরা জানাচ্ছেন, দাদার পদ্মে ফেরা সময়ের অপেক্ষা।

অর্জুনকে এখন দলে নিয়ে পরে অন্য কোনও পদ দিয়ে, পবন সিংকে বারাকপুর লোকসভায় দাঁড় করানো হতে পারে বলেও জল্পনা। বিজেপির একটা অংশ দীনেশ ত্রিবেদী-কে ব্যারাকপুর থেকে দাঁড় করাতে চেয়েছিলেন। কিন্তু রাজ্য বিজেপি নেতারা তাতে রাজি হননি। অর্জুন জার্সি বদলালেও এখনও তিনি ব্যারাকপুরে বিজেপি-র সেরা পছন্দ বলে একাংশের দাবি। তবে সবটাই নির্ভর করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ওপর।