প্রতীকী ছবি

গত সেপ্টেম্বর মাসে আমডাঙার কুরিগাছি গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গ্রেফতার করা হয়ছিল কয়েকজন যুবককে। তাঁদের মধ্যে একজনের মা ছেলেকে ছাড়াতে থানায় গিয়েছিল। অভিযোগ, সেই থানার আইসি ওই মহিলাকে বিবস্ত্র করে মারধর করেছিলেন। সঙ্গে ছিল আরও কয়েকজন পুলিশকর্মী। সম্প্রতি সেই অভিযোগ নিয়ে বারাসাত আদালতের (Barasat Court) দারস্থ হন নির্যাতিতা মহিলা। বৃহস্পতিবার তাঁর অভিযোগ গৃহীত হওয়ার পরেই শুক্রবার বারাসাত থানার অভিযুক্ত আইসিকে তলব করেছেন। জানা যাচ্ছে, আগামী বছরের ৫ ফেব্রুয়ারি তাঁকে তলব করা হয়েছে। পাশাপাশি বারাসাতের পুলিশ সুপারের কাছেও রিপোর্ট তলব করেছে আদালত।

অভিযোগ, ওই ঘটনার পর পুলিশ সুপার ও জেলশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিল। কিন্তু সেখানে কোনও সুরাহা না মেলায় শেষমেশ আদালতের দারস্থ হয়েছিলেন তিনি। অভিযোগকারিনীর আইনজীবী জানিয়েছেন, তাঁর ছেলেকে বিনা কারণে গ্রেফতার করেছিল পুলিশ। আর সেই কারণেই থানায় গিয়ে ছাড়িয়ে দেওয়ার আর্জি জানাতে গেলে তাঁর ওপরে অত্যাচার চালানো হয়। এতটাই নির্মমভাবে মারধর করা হয়েছিল যে তাঁকে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীকালে বারাসাত মেডিকেল হাসপাতালে তাঁর চিকিৎসা চলে।