Bankura: মিড ডে মিলের খিচুড়িতে টিকটিকি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ১২ শিশু
Food Poisoning (Photo Credit: PTI)

বাঁকুড়া, ৩০ অক্টোবরঃ বাঁকুড়ার এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ অন্তত ১২ জন শিশু। খাবারে বিষক্রিয়া ঘটে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁদের। বাঁকুড়ার (Bankura) ছাতনার ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির রান্নায় পরিচ্ছন্নতার মান এবং পরিবেশনের দিনটি ফের প্রশ্নের মুখে পড়ল।

আরও পড়ুনঃ হাসপাতালে মেলেনি বেড, ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরে মৃত্যু প্রাক্তন বিজেপি সাংসদ পুত্রের

জানা যাচ্ছে, বাঁকুড়ার ছাতনায় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের (Mid day meal) খাবার খেয়েই অসুস্থ হয়েছে ওই ১২ জন শিশু। প্রাথমিক অনুমান, মিড ডে মিলের খাবারে টিকটিকি পড়েছিল। আর তা থেকেই শিশুদের মধ্যে বিষক্রিয়া ছড়িয়েছে। বিষক্রিয়ায় আক্রান্ত শিশুদের বয়স ২-৩ বছর। হাসপাতাল সূত্রে খবর, শিশুদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

আরও জানা গিয়েছে, মিড ডে মিলের জন্যে রান্না করা খিচুড়িতে একটি টিকটিকি (Lizard) পড়েছিল। সেই খাবার খেয়েই বিষক্রিয়া ঘটেছে শিশুদের পেটে। খাবার খাওয়ার পর থেকেই তাঁরা একে একে অসুস্থ হতে শুরু করে। শিশুদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের সরবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।