Representational Image (Photo Credits: File Photo)

এবার হরিনাম সংকীর্তনে যোগ দিতে গিয়ে শ্লীলতাহানির শিকার হলেন এক নাবালিকা। জানা যাচ্ছে, এবারের মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী ওই কিশোরী। বৃহস্পতিবার রাতে ভাঙড়ের লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত বামনঘাটা (Bamanghata) এলাকায় বসেছিল হরিনাম সংকীর্তন। সেখানেই দধি টানাটানির সময় ওই মেয়েটিকে অশ্লীলভাবে ছুঁয়েছিলেন স্থানীয় এক নেতা। এমনকী মেয়েটির জামাও ছিড়ে যায়। তখন সে কাঁদতে কাঁদতে বাড়িতে এসে বাবা-মাকে গোটা বিষয়টি জানায়। এরপর পবিবারের সদস্যরা অনুষ্ঠানস্থলে গিয়ে ওই নেতাকে গিয়ে ডিজ্ঞাসাবাদ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

পুলিশের সামনে স্থানীয় নেতার অভব্য আচরণ

নির্যাতিতার পরিবারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় তাঁর মেয়ের গায়ে হাত দিয়েছিল। এই নিয়ে প্রতিবাদ করতে গেলে ওই নেতার সাগরেতরাও তাঁদের ওপর চড়াও হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশ। পুলিশের সামনেও দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরমধ্যে পুলিশে শ্লীলতাহানির অভিযোগ জানালে ঘটনাস্থল থেকে অভিযুক্ত নেতা সহ দুই সাগরেদকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্তের কঠোর শাস্তির দাবি

পুলিশের দাবি, নির্যাতিতার বয়ানের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার অভিযুক্তদের আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার।