কলকাতাঃ পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হল আসানসোল (Asansol Lok Sabha Constituency) । এটি হল বঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর। এই কেন্দ্রে ৫০ শতাংশ অবাঙালি ভোটার। চব্বিশের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024)এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন সুরন্দ্রেজিৎ আহলুওয়ালিয়া। রানিগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ,পাণ্ডবেশ্বর,আসানসোল উত্তর, কুলটি ও বারাবন্ মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রের বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহা। ২০২২ উপ নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। ১৯৮৪ সাল থেকে এই কেন্দ্রটি ছিল বামেদের দখলে। ২০১১ সালের পর আর বামেরা ফেরেনি এই আসনে।
২০১৯ লোকসভা নির্বাচনে ৬ লক্ষ ৩৩ হাজার ৩৭৮ ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তৃণমূল প্রার্থী মুনমুন সেন পেয়েছিলেন ৪ লক্ষ ৩৫ হাজার ৭৪১ ভোট। তবে ২০২১ সালে সাংসদ পদ থেকে ইস্তফা দেন গায়ক বাবুল সুপ্রিয়। তারপরই ২০২২ সালে এই আসনে উপনির্বাচন হয়। আর তাতে ৬ লক্ষ ৫৬ হাজার ৩৫৮ ভোটে জয়ী হন শত্রুঘ্ন সিনহা। এই কেন্দ্রের মোট জনসংখ্যা ২১ লক্ষ ৩৭ হাজার ৩৮৯। গত, ১৩ই মে এই আসনে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। আসানসোলে গেরুয়া ঝড় ওঠে নাকি ঘাস ফুল ফোটে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ৪ ঠা জুন পর্যন্ত।