পশ্চিম মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এর আগে বঙ্গ সফরে এসে বাঁকুড়ায় মধ্যাহ্নভোজ সারেন আদিবাসী বাড়িতে। এবার পশ্চিম মেদিনীপুরে এক রাজমিস্ত্রীর বাড়িতে মধ্যাহ্ন ভোজ করবেন তিনি। তারই প্রস্তুতি চলছে সনাতন সিংহের বাড়িতে। দেওয়ালজুড়ে চলছে আলপনা দেওয়ার কাজ। শনিবার দুপুরে শাকভাত খাওয়াবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে।
শালবনি (Shalbani) থানার কর্ণগড় ১০ নম্বর পঞ্চায়েতের বালিঝুড়ি গ্রামে সনাতনের বাড়িতে চলছে জোর প্রস্তুতি। ভাত, ডাল, রুটি, ঢ্যাঁড়স, পটল, উচ্ছে, খোসলা শাক ভাজা, শুক্তো, ফুলকপির তরকারি রাঁধা হবে তাঁর জন্য। থাকবে চাটনি, পাঁপড়। মিষ্টিমুখ না করিয়ে কি আর স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরানো যায়? তাই থাকবে দই, মিষ্টিও। রান্নার দায়িত্বভার রয়েছে সনাতনের স্ত্রী ও মায়ের ওপর। একচালা মাটির বাড়ির পাশে তৈরি হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি হচ্ছে নতুন বাড়ি। এলাকার বিজেপি কর্মীরা তাঁর বাড়ি সাজাতে প্রস্তুতি নিচ্ছেন। দ্য ওয়ালের খবর অনুযায়ী, রাজমিস্ত্রির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তেমন কোনও দাবিদাওয়া নেই গ্রামের সার্বিক উন্নতি ছাড়া। আরও পড়ুন, বাঁকুড়ায় এসে 'মমতা সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে' হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
এর আগে বাঁকুড়ায় (Bankura) পুয়াবাগান মোড়ে কর্মসূচির উদ্দেশে এসেছিলেন অমিত শাহ। সেখানে পৌঁছে বিরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করেন। তার মাঝেই বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন। আদিবাসী রীতি ও পরম্পরা মেনে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে আপ্যায়ন জানায় বাঁকুড়ার আদিবাসী গ্রাম চতুরডিহিও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে জায়গায় বসে খান, সেখানে খেজুর পাতার চাটাই পেতে পাত পেরে খাওয়ানো হয়।