Alipurduar Teacher Parimal Dey Returns Banga Ratna Award (Photo Credits: ANI)

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Medical College and Hospital) তরুণী জুনিয়র চিকিৎসককে ধর্ষণ এবং খনের ঘটনার জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে চিকিৎসক মহল থেকে শুরু করে নাগরিক সমাজ প্রতিবাদ, আন্দোলন কর্মসূচিতে ফেটে পড়ছে। নির্যাতিতার সুবিচারের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে শিল্পী মহলও। পাহাড় থেকে সমতল সকলের দাবি একটাই, দোষীদের সনাক্ত করে যোগ্য শাস্তি। এমন এক পরিস্থিতিতে আলিপুরদুয়ারের বঙ্গরত্ন (Banga Ratna Award) প্রাপ্ত প্রবীণ শিক্ষক পরিমল দে সিদ্ধান্ত নিলেন, তিনি তাঁর এই বঙ্গ সম্মান রাজ্যকে ফিরিয়ে দেবেন। আরজি করের ঘটনার প্রতিবাদে সামিল হওয়ার জন্যে এই পথই বেছে নিলেন তিনি।

২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আলিপুরদুয়ারের বর্ষীয়ান শিক্ষক পরিমল দে-কে বঙ্গরত্ন সম্মানে ভূষিত করেছিলেন। কিন্তু আরজি কর হাসপাতালে তরুণী শিক্ষকের সঙ্গে হওয়া ন্যক্কারজনক ঘটনায় প্রশাসনের প্রতিক্রিয়ায় হতাশ ওই শিক্ষক। তাই রাজ্যের দেওয়া সম্মান রাজ্যকে ফিরিয়ে দিয়ে তিনিও এই আন্দোলনের অংশ হতে চান বলে জানালেন পরিমলবাবু।

প্রবীণ শিক্ষক তথা লেখক বললেন, 'আরজি করে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে তার জেরে দেশব্যাপী আন্দোলন চলছে। আমি এই আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করছি। তাই সজ্ঞানে এই বঙ্গ রত্ন ফেরানোর সিদ্ধান্ত নিয়েছি'।

তিনি এও উল্লেখ করেছেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার ব্যক্তিগত সম্মান রয়েছে। কিন্তু তাঁর প্রশাসন চালানোর ধরণকে আমি ভালো চোখে দেখছি না'।