কলকাতাঃ রাজ্যের প্রথম দফার নির্বাচনেই ভোট গ্রহণ হয়ে গিয়েছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে (Alipurduar Lok Sabha Constituency) । এই কেন্দ্রের বর্তমান সাংসদ জন বার্লা। মোট পাঁচটি বিধানসভা নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্রটি। যার মধ্যে রয়েছে মাদারিহাট,ফালাকাটা,কুমারগ্রাম,কালচিনি ও আলিপুরদুয়ার। চব্বিশের ভোটে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন প্রকাশ চিক বরাইক। অন্যদিকে বিজেপির (BJP) হয়ে দাঁড়িয়েছেন মনোজ টিগ্গা ।

২০১৯ সালে এই আসন থেকে জয়ী হয়েছিলেন জন বার্লা। বিজেপির হয়ে ৭ লক্ষ ৫০ হাজার ৮০৪ ভোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেসের দশরথ তিরকে। তিনি পেয়েছিলেন ৩৬ শতাংশ, অর্থাৎ ৫ লক্ষ ৬ হাজার ৮১৫ টি ভোট। এই লোকসভা কেন্দ্রের মোট জনসংখ্যা ২১ লক্ষ ৬৬ হাজার ৩৯৭ জন। যার মধ্যে ৮৫-৯০ শতাংশ হিন্দু ভোটার। বাকি ১০-১৫ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এই কেন্দ্রে আদিবাসী ভোট কিন্তু একটা বড় ফ্যাক্টর। ২০০৯ সালে এই কেন্দ্র ছিল বামেদের হাতে। সাংসদ ছিলেন মনোহর তিরকে। প্রথম দফা অর্থাৎ ১৯ শে এপ্রিলই এই কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এই কেন্দ্রের জয়ী প্রার্থী ও বর্তমান সাংসদ জন বার্লাকে টিকিট দেয়নি বিজেপি, তাই বোঝাই যাচ্ছে পদ্ম শিবির এই সিটটি নিয়ে অন্য কোনও পরিকল্পনা করে ফেলেছে। কে হাসবে শেষ হাসি তা জানার জন্য অপেক্ষা করতে হবে ৪ ঠা জুন পর্যন্ত।