Akhilesh Yadav at TMC's 21 July Rally (Photo Credits: ANI)

কলকাতা, ২১ জুলাইঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের শহীদ দিবস সমাবেশের (21 July Rally) মঞ্চে পৌঁছন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। জয়ধ্বনি দিয়ে মমতা-অখিলেশকে স্বাগত জানানো হল একুশে জুলাইয়ের মঞ্চে। তখন ধর্মতলা জনসমুদ্রে ভাসছে। অখিলেশকে সংবর্ধনা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 'দিদির' ভূয়সী প্রশংসা দিয়ে তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে (21 July Rally) ভাষণ শুরু করেন এসপি সাংসদ। এই মহা সমাবেশে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অখিলেশ বলেন, 'যে কর্মীরা শহিদ হয়েছেন তাঁদের স্মরণে আজকের এই সভা। সব দলের কপালে এমন কর্মী মেলে না যারা দলের জন্যে নির্দ্বিধায় প্রাণ দিতে পারেন। ওই কর্মীরাই দলের ভিত্তি'। কর্মীদের জন্যে 'দিদির' মনে অগাধ সম্মান দেখে আপ্লূত সমাজবাদী পার্টির নেতা। মনে করিয়েছেন প্লাস্টার পায়ে কর্মীদের জন্যে মমতার লড়াইয়ের কথা।

তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন অখিলেশ (Akhilesh Yadav)। বললেন, 'চব্বিশের লোকসভায় বাংলার মানুষ বিজেপিকে হারিয়েছে। উত্তরপ্রদেশের মানুষও তাই করেছে। দিল্লিতে যে সরকার বসে আছে তা বেশি দিন টিকবে না। সরকারের পতন ঘটতে দেখব আমরা। শীঘ্রই আমাদের খুশির দিন আসবে'।

একুশের মঞ্চে অখিলেশ... 

রবিবার বেলা ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তাঁকে কলকাতায় স্বাগত জানাতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকেই হাজির ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)। বিমানবন্দর থেকে সোজা কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে আসেন সমাজবাদী পার্টি প্রধান। 'ভাই' অখিলেশকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূল সুপ্রিমো।