আলাপন ব্যানার্জি Photo Source: ANI/Twitter

কলকাতা, ৩ নভেম্বর: আসন্ন কালীপুজো (Kalipuja 2020)। আর কয়েকটা দিন পড়েই শুরু হয়ে যাবে দীপাবলির (Diwali) তোড়জোড়। তবে করোনা আবহে কালীপুজো, দীপাবলিতে বাজি ফাটানো থেকে রাজ্যবাসীকে বিরত থাকতে অনুরোধ করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় (Alapan Banerjee)। আজ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘কোভিড রোগীর পক্ষে বায়ুদূষণ মারাত্মক। তাই কালীপুজোয় বাজি ফাটাবেন না। করোনা আবহে বাজি থেকে দূরে থাকুন।’

তিনি আরও বলেন,‘পুলিশের সঙ্গে কথা বলেই কালীপুজো বিসর্জন করতে। কালীপুজোর মণ্ডপের চারপাশ যেন খোলা থাকে।’ পাশাপাশি সকলকে অনুরোধ করেন মাস্ক পরতে। বিসর্জনে শোভাযাত্রার অনুষ্ঠান করা যাবে না বলেও জানিয়ে দেন। আরও পড়ুন, কবে থেকে চলবে লোকাল ট্রেন? কী নিয়ম লাগু হবে? রাজ্য-রেল বৈঠকে কী সিদ্ধান্ত জানুন বিস্তারিত

এদিকে বাজি নিষিদ্ধ করার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। দুর্গাপুজোর মতো বাকি পুজোতেও বিধিনিষেধ চেয়ে মামলা করা হয়।করোনাকালে কালীপুজো, বড়দিনে জন সমাগমে কড়াকড়ি চেয়ে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার দুটি জনস্বার্থ মামলার শুনানির সম্ভাবনা।