WB Assembly Elections 2021: প্রার্থী পছন্দ না হওয়ায় রেললাইনে বসে বিক্ষোভ বিজেপি কর্মীদের, নদিয়ায় চা়ঞ্চল্য
বিজেপির দলীয় প্রতীক (Representational Image/ Photo Credits: ANI)

চাকদা, ২০ মার্চ: রানাঘাট উত্তর-পূর্বে বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসকে পছ্ন্দ নয় দলের কর্মী সমর্থকদের। আসন্ন বিধানসভা নির্বাচনে অসীম বিশ্বাসের হয়ে পথে নেমে প্রচারে অংশ নিতে নারাজ সেখানকার গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা (BJP Supporters)। তাই প্রার্থী বদলের দাবিতে শনিবার সকালে শিয়ালদা গেঁদে শাখার পাঁচবেড়িয়া স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। যাত্রীরা নেমে এসে বাধা দেওয়ায় ৫ মিনিট পর অবরোধ উঠে যায়। এবার রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন স্থানীয় নেতা অসীম বিশ্বাস। প্রার্থী ঘোষণার পর গতকাল রাতে ধানতলার পানিখালি মোড়ে টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। এখনও বিজেপি প্রার্থী অথবা গেরুয়া শিবিরের কোনও প্রতিক্রিয়া মেলেনি। আরও পড়ুন-Coronavirus Outbreak Again: বিয়েবাড়িতে মাস্কহীন উপচে পড়া ভিড়েই বাড়ছে করোনার সংক্রমণ, বললেন নীতি আয়োগ বিশেষজ্ঞ

তবে রানাঘাট শুধু নয় প্রার্থী বদলের দাবিতে নদিয়া জোলাজুড়েই বিজেপির কর্মী সমর্থকদের ক্ষোভ ভোটের আগে রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে চাকদার বিজেপি প্রার্থী হলেন বাম আমলের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী বঙ্কিম ঘোষ। ২০০৬-এর বিধানসভা নির্বাচনে জয়ের পর পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী হন তিনি। তবে বাম জমানার ভরাডুবির পর বিজেপিতে যোগদান করেন। এখন বিজেপির (BJP) জন্মলগ্ন থেকে যাঁরা দল করছেন, তাঁদের টিকিট না দিয়ে হরিণঘাটা থেকে এসে কীভাবে তিনি বিধানসভার টিকিট পেলেন তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মীরা। দলের অন্দরে দেখা দিয়েছে ক্ষোভ। বঙ্কিম ঘোষকে প্রার্থী করায় ক্ষোভে পদত্যাগ করেছেন জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ ঘোষ।

প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে বিশ্বজিৎ ঘোষের স্পষ্ট বক্তব্য, "তিনি আর বিজেপির কোনও পদে থাকতে চান না। আগামী দিনে বিজেপি করবেন কিনা, সেটাও ভেবে দেখবেন।" শুধু বিশ্বজিৎ ঘোষ নন, জেলা সভাপতিকে ইস্তফা পাঠিয়েছেন আরও ১৭ জন।