অগ্নিমিত্রা পল (Photo Credits: IANS)

কলকাতা, ২১ সেপ্টেম্বর: Agnimitra Paul  Complains of Physical Abuse: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হেনস্থা নিয়ে এবার সরব বিজেপি নেত্রী ও ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। অগ্নিমিত্রা পল পুলিশে শারীরিক নির্যাতন (Physical Molestation) ও হেনস্থার অভিযোগ দায়ের করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পড়ে নির্যাতিত হন বলে অভিযোগ। ছাত্রছাত্রীদের ধাক্কাধাক্কিতে তাঁর পোশাক ছিড়ে যায়  বলেও জানান।

অগ্নিমিত্রা পল জানান, গত বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি (ABVP)- র  এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে তিনি ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) উপস্থিত হন। 'আমরা যখন বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করতে যাই তখন একদল ছাত্রছাত্রী আমাদের ওপর ক্ষোভ প্রকাশ করতে শুরু করে। আমাদের রাস্তা আটকে স্লোগান দিতে থাকে। বিশ্ববিদ্যালয়ের এই বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা আমাদের ওপর চড়াও হয়। গালিগালাজ করতে থাকে। ধাক্কাধাক্কির জন্য আমার পোশাকও ছিড়ে যায়।' শুক্রবার তিনি এমনটাই জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। আরও পড়ুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়, উঠল 'গো ব্যাক' স্লোগান; সাংসদকে হেনস্থার অভিযোগ

বাবুল সুপ্রিয় ও তাঁর ওপর চার ঘন্টা ধরে চলা হেনস্থার তীব্র নিন্দা করে জানান, 'আমাদের নিরাপত্তার বিষয়ে কেউ ভাবেন নি।'

ABVP-র নবীনবরণ অনুষ্ঠানে এসে যাদবপুরের পড়ুয়াদের একাংশের হাতে হেনস্থা হতে হয় বাবুলকে। যা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে কাঠগড়ায় তোলেন বাবুল। অবশেষে রাজ্যপাল তাঁকে উদ্ধার করেন। এই নিয়ে চলছে রাজ্যপাল- তৃণমূল তরজাও। এই ঘটনার প্রতিবাদে গতকাল বিজেপি একটি মিছিল বের করে। তার পাল্টা মিছিল করে বাম ছাত্রছাত্রীরা।