Abhishek Banerjee (Photo Credit: Twitter)

কলকাতা, ১৭ এপ্রিল: তৃণমূল কংগ্রেসের সাধারণ সচিব তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-কে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ পাঠাল সিবিআই (CBI)। আগামিকাল, মঙ্গলবার দুপুরে কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই অফিসে হাজিরা দিতে বলা হল ডায়মন্ড হারবারের সাংসদকে। দুপুর পৌঁনে দুটো নাগাদ ই-মেলের মাধ্যমে অভিষেককে এই নোটিশ পাঠায় সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের চিঠি নিয়ে অভিষেককে সিবিআই কর্তারা জেরা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

তবে কুন্তল ঘোষের চিঠি নিয়ে সিবিআই এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট আজ, সোমবার রায় দেয়। এই বিষয়ে কলকাতা হাইকোর্টে নির্দেশের অন্তবর্তিকালীন স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরেও অভিষেককে কবল করল সিবিআই। আরও পড়ুন-অপরাধকে সমর্থন নয়, আতিক আহমেদ খুনে বিজেপি সরকারকে তোপ মুখ্যমন্ত্রীর

দেখুন টুইট

গত বছর সেপ্টেম্বরে কয়লা পাচার কাণ্ডে অভিষেককে দীর্ঘ জেরা করেছিল ইডি।