Mamata Banerjee (Photo Credit: ANI)

কলকাতা, ১৭ এপ্রিল: উত্তরপ্রদেশের গ্যাংস্টার সাংসদ আতিক আহমেদকে প্রকাশ্যে খুনের জেরে প্রায় গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছে। পুলিশ এবং সংবাদমাধ্যমের সামনে যেভাব আতিক আহমেদ এবং তার ভাই আশরফকে খুন করা হয়, তা  নিয়ে জোর চর্চা অব্যাহত। বিষয়টি নিয়ে এলার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, তিনি অপরাধের স্বপক্ষে নন। তবে বিজেপির শাসনে যা হচ্ছে, তা ভুল। যদি কেউ জেল হেফাজতে থাকে, তাহলে তাকে লক্ষ্য করে কীভাবে গুলি চালাোন হয় বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। যখন যাঁকে ইচ্ছা, তাঁকে মেরে দেওয়ার চল শুরু হয়েছে এই দেশে বলেও উত্তরপ্রদেশ সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

 

উমেশ পাল হত্যা মামলায় মূল অভিযুক্ত আতিক ঈআহমেদের ছেলে আসাদকে সম্প্রতি পুলিশ অনকাউন্টার করে। পুলিশি এনকাউন্টারে নিহত হয় আসাদ এবং তার সঙ্গী গুলাম। যা নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়। আসাদ এবং গুলাম নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশের সামনে গুলি চালানো হয় আতিক এলং আশরফকে লক্ষ্য করে।