আড়িয়াদহ গনপিটুনিকাণ্ডের ভিডিও নিয়ে এই মুহূর্তে বেশ শোড়গোল পড়েছে রাজ্য রাজনীতিতে। আবারও জনতার কাঠগড়ায় তৃণমূল সরকার। ভাইরাল হওয়া ভিডিওতে আক্রান্তের মুখ আড়াল রাখার কারণে একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে সে নাকি মহিলা। কিন্তু বৃহস্পতিবার রাজ্যের এডিজি (আইন - শৃঙ্খলা) মনোজ ভার্মা (Manoj Verma) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) স্পষ্ট জানিয়ে দেন আক্রান্ত ব্যক্তি একজন পুরুষ, তিনি কোনও মহিলা নন। এছাড়া মনোজ আরও বলেন যে, আড়িয়াদহের তালতলা এলাকার ঘটনা নতুন নয়, এটি ২০২১ সালের মার্চ মাসের ঘটনা।
এই ঘটনার প্রধান অভিযুক্ত জয়ন্ত সিং সহ ছয়জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত জয়ন্ত ওই এলাকার কুখ্যাত দুষ্কৃতী। এলাকায় সন্ত্রাস ছড়ানো, এলাকাবাসীর ওপর অত্যাচারের অভিযোগে আগেও পাঁচবার গ্রেফতার করা হয়ছিল তাঁকে। মূলত, তৃণমূল নেতা মদন মিত্রের ঘনিষ্ঠ বলেই পরিচিত জয়ন্ত। মনোজ ভার্মা বলেন, আমরা পুলিশ অফিসারদের নির্দেশ দিই যখনই এই ধরণের ঘটনা ঘটবে তখনই তাঁরা যেন আইনি পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। এটা আমাদের রোজকার কাজ। পুরোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে জনতাকে উত্তেজিত করে লাভ নেই।
এদিকে জয়ন্ত সিংয়ের গ্রেফতারির খোদ তৃণমূল সাংস সৌগত রায়ের কাছে হুমকি ফোন আসছে। গভীর রাতে তাঁর ব্যক্তিগত নম্বরে ফোন এসে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তাঁর সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন এবং জয়ন্তকে ছাড়া না হলে নাকি তাঁকে প্রকাশ্যে গুলি করা হবে বলেও হুমকি দেওয়া হয়। ফলে দলের মধ্যে জয়ন্তকে নিয়ে দুই শিবিরের মধ্যে চাপানউতোর চলছে। যদিও সৌগত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ঘটনার তদন্ত চালিয়ে যাবে পুলিশ।