Abhishek Banerjee (Photo Credits; X)

Abhishek Banerjee Donates for North Bengal Floods: উত্তরবঙ্গের ভয়াবহ বন্য়া ও ভূমিধস কবলিত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন তৃণমূলের শীর্ষ নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। উত্তরবঙ্গের বন্যায় উদ্ধার, ত্রান তহবিল, ও পুনর্বাসনের জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ১ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। পাশাপাশি সবাইকে সাহায্যের আবেদন জানিয়ে সামাজিক মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় লিখলেন, উত্তরবঙ্গে মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারসকলের কাছে আহ্বান জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ, উদ্ধার ও দীর্ঘমেয়াদি পুনর্বাসনের কাজে সহায়তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (WBSDMA) তহবিলে অনুদান দেওয়ার। কীভাবে, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে উত্তরবঙ্গের ত্রান তহবিলে আর্থিক সাহায্য করা যাবে তাও সামাজিক মাধ্যমের পোস্টে লিখেছেন তৃণমূলের শীর্ষ নেতা তথা সাংসদ।

উত্তরবঙ্গে ম্যান-মেড বন্যার অভিযোগ তৃণমূলের

সেইসঙ্গে উত্তরবঙ্গে বন্যাকে ম্য়ান-মেড বলেও লিখলেন তৃণমূল সাংসদ। সামাজিক মাধ্যমে এই ইস্য়ুতে অভিষেক লেখেন,"উত্তরবঙ্গে এমন কঠিন সময়ে প্রতিটি মানবিক উদ্যোগই অত্যন্ত মূল্যবান। আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি, এই মানুষের তৈরি করা বিপর্যয়ে যাঁরা সবকিছু হারিয়েছেন, তাঁদের পাশে দাঁড়াতে এগিয়ে আসুন এবং উদারভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিন।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার জন্য 'ম্যান মেড বন্যা' হয়েছে বলে অভিযোগ করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা অভিযোগ করেছিলেন, ভুটান ও অসম থেকে নেমে আসা জল প্লাবিত করেছে উত্তরবঙ্গকে। ভুটানের ছাড়া জলের দাপটে নাগরাকাটা কার্যত ডুবে গিয়েছিল। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, স্থানীয়ভাবে যাকে 'বাঁধ' বলা হয়, তার কোনও কার্যকর ফল দেখা যাচ্ছে না। তিনি আরও জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মিরিক ও নাগরাকাটা এলাকায়। মুখ্যমন্ত্রীর সুরে সাংসদ অভিষেকও উত্তরবঙ্গের বন্য়াকে 'ম্য়ান মেড' বললেন।

দেখুন সবাইকে সাহায্যের আবেদন জানিয়ে কী লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা ২০২৫

গত ৪-৫ অক্টোবর উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়ে। অতি-ভারী বৃষ্টিপাতে (৩০০ মিমি অতিক্রম করে) দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংসহ এলাকা জলের তলায় চলে যায়। উত্তরবঙ্গে ১১০টিরও বেশি ভূমিধসে ৪০ জনের মৃত্যু হয়। হাজার হাজার পর্যটক আটকে পড়ে। দুটি লোহার সেতু ভেঙে পড়ে, রেলপথ ও রাস্তা ধ্বংস হয়ে যায়। ভুটান ও সিকিম থেকে নদীর জলস্রোত বাড়িয়ে বন্যাকে আরও তীব্র করে। মমতা বন্দ্যোপাধ্যায় 'ম্যান-মেড' বলে কেন্দ্রকে দায়ী করেন, ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে ছিলেন।