Photo Credits: ANI

কলকাতা, ৮ মে: মিলল না রেহাই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে মামলা সরলেও কুন্তল ঘোষের চিঠি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংযুক্ত করার নির্দেশ। এমনই রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি বললেন, তদন্তের ঊর্ধ্বে কেউ নয়। তদন্তে সহযোগিতা করার সমস্যা কোথায়!

অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলায় তাঁর বক্তব্য জানাতে পারবেন। কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদের উপর কোনও স্থগিতাদেশ হবে না। এমনই সাফ জানালেন কলকাতা হাইকোরিটের বিচারপতি অমৃতা সিনহা। মামলার পরবর্তী শুনানি ১২ মে। আরও পড়ুন-খালি পায়ে ঘরের বাইরে নয়, দুপুরে বেরোবেন না, অত্যাধিক গরম থেকে বাঁচতে একাধিক সতর্কতা কেন্দ্রের

দেখুন টুইট

কুন্তল ঘোষের চিঠির সূত্র ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিষেক এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। কিন্তু এরমধ্যে এক টিভি চ্যানেলে সাক্ষাতকার ইস্যুতে শিক্ষক নিয়োগ মামলা সরানোর নির্দেশ দেওয়া হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে। তাঁর জায়গায় আনা হয় বিচারপতি অমৃতা সিনহাকে।