দিল্লি, ৮ মে: ঘূর্ণাবর্ত ঘণীভূত হোক কিংবা মোকার (Mocha) অশনিসঙ্কেত, গরম কমছে না কিছুতেই। তাপপ্রবাহ কিছুটটা কমলেও, পারদ নিম্নগামী হচ্ছেই না সেভাবে। ফলে দেশের একাধিক রাজ্যে চড়চড়িয়ে গরম (Summer) বাড়তে শুরু করেছে। দেশের বিভিন্ন রাজ্যে যখন গরম বাড়ছে, সেই সময় কেন্দ্রীয় সরকারের তরফে সতর্কতা জারি করা হল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবার ফের অত্যাধিক গরম থেকে কীভাবে বাঁচবেন, সেই উপায় বাতলানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক যে সতর্কতা জারি করে, সেখানে জানানো হয়, এই মুহূর্তে সরাসরি সূর্যের আলোয় বের হবেন না। যেখানে গাড়ি পার্ক করবেন, সেখানে ছোট শিশু কিংবা পোষ্যকে একা ছাড়বেন না। খালি পায়ে ঘরের বাইরে বেরোবেন না। দুপুরে ঘরের বাইরে বের হতে হলে, এমন কোনও কাজ করবেন না যাতে শরীরের ক্ষতি হয়।
#BeatTheHeat and stay protected against heat-related illness
▪️ Avoid going out in direct sunlight
▪️ Do not go out barefoot
Read for more pic.twitter.com/bXdX2P73Am
— PIB India (@PIB_India) May 8, 2023
অত্যাধিক গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে এভাবেই ফের একাধিক সতর্কতা জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।