Representational Image (Photo Credits: Pixabay)

কালনা পুরসভা (Kalna Municipality) চেয়ারম্যানকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার তিন যুবক। জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে ফোন করেছিল অভিযুক্তরা। পুরসভার চেয়ারম্যানের থেকে ৫ লক্ষ টাকার দাবিও করা হয়ছিল। অবশেষে হুগলি থেকে গ্রেফতার করা হয় তাঁদের। এরমধ্যে মূল অভিযুক্তের বিরুদ্ধে ফোন করে আর্থিক তছরুপের অভিযোগ আগেও ছিল। সেই ঘটনায় সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে আবারও একই ঘটনা ঘটায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই ঘটনায় আরও বড় কোনও চক্র জড়িয়ে থাকতে পারে।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিকেলে কলনা পুরসভার চেয়ারম্যানের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনের অপরপ্রান্ত থেকে বলা হয় যে অভিষেক বব্দ্যোপাধ্যায়ের অফিস থেকে যোগাযোগ করা হয়েছে। এবং ওই চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক আর্থিক তছরুপের অভিযোগ উঠে এসেছে। ফলে তিনি যদি পুলিশি পদক্ষেপ এড়াতে চান তাহলে ৫ লক্ষ টাকা দিতে হবে। আর তার ফলেই পুলিশি ধরপাকড় থেকে মুক্তি পাবেন। ফোন পেয়ে সন্দেহ হয় তাঁর।

এরপর কালনা পুরসভার চেয়ারম্যান নিজেই যোগাযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। এরপর শেক্সপিয়ার সরণী থানায় অভিযোগ দায়ের করা হলে শুরু হয় তদন্ত। তারপরেই শুরু হয় তদন্ত। অবশেষে হুগলি থেকে গ্রেফতার করা হয় শেখ তসলিম, জুনেদুল হক চৌধুরী ও শুভদীপ মল্লিক নামে তিন যুবক। এর মধ্যে জুনেদুলের বিরুদ্ধে আগেও আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে গ্রেফতারও হয়েছিল সে। তারপর সম্প্রতি ছাড়া হয় তাঁকে। অবশেষে আবারও গ্রেফতার হয় সে।