কলকাতা, ১৪ জুলাই: আর মাত্র সাতদিন, তারপরেই তৃণমূলের শহিদ দিবস৷ তবে অতিমারীর দাপটে এবারও মানুষের সুস্থতার কথা চিন্তা করে শহিদ স্মরণ অনুষ্ঠান ভার্চুয়ালি রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এনিয়ে তিনি বলেছেন, “জমায়েত করার কথা ছিল৷ জমায়েত করলে অন্তত বিশ ৩০ লক্ষ লোক তো আমাদের আসেই৷ সেজন্য আমরা গতবারে ভার্চুয়াল করেছিলাম৷ এবারও পরিস্থিতির দিকে নজর রেখে কোভিড যাতে বাড়তে না পারে ভার্চুয়ালি করা হচ্ছে৷ মানে সদিচ্ছা আছে আমাদের করবার, তবে এই সদিচ্ছা যাতে মানুষের কোনও ক্ষতি না করতে পারে তাই২১ জুলাই ভার্চুয়ালি বক্তব্য রাখব বেলা দুটোর সময়৷ মা মাটি মানুষকে উৎসর্গ করে শহিদ দিবসের আলোচনা হবে৷ জাগো বাংলা ওদিনই লঞ্চ হবে৷ প্রতিটি বুথে বুথে আমাদের লোক থাকবে৷”
২১ জুলাই ১৯৯৩ মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে নিহত ১৩ জন বীর শহিদদের শ্রদ্ধা জানাতে প্রতি বছর #SahidDibas পালন করা হয়, করোনা পরিস্থিতির জন্য গত বছরের ন্যায় এবারও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী দুপুর ২টোয় #SahidDibas এ ভার্চুয়াল মাধ্যমে বার্তা দেবেন pic.twitter.com/7T1lf11KI0
— Shyamal Mondal MLA (@MandalMla) July 14, 2021
১৯৯৩ সালে ২১ জুলাই মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে নিহত ১৩ জন বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দিনটি শহিদ দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস৷