Kolkata Police.jpg (Photo Credit: Twitter)

কলকাতাঃ কথায় আছে রক্ষকই, ভক্ষক। আর তা আরও একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল খাস কলকাতার একটি ঘটনা। এবার কোটি (Crore) কোটি টাকা লুটের অভিযোগ উঠল কলকাতা পুলিশের (Kolkata Police) এসটিএফের কনস্টেবলের (STF Constable) বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত কলকাতা পুলিশের এসটিএফের কনস্টেবলের নাম মিন্টু। দক্ষিণ দিনাজপুর জেলার জয়পুর থানা এলাকার বাসিন্দা। অভিযোগ, গত ৫ মে কলকাতার এন্টালি থানা এলাকায় একটি ট্যাক্সি থেকে লুটের ঘটনা ঘটে। লুট হয় ২ কোটি ৬৬ লক্ষ টাকা। এই ঘটনার তদন্তে নেমে ৬ জনকে আটক করে জিজ্ঞাসাব্দ শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতদের নাম সঞ্জীব দাস ওরফে পচা,ঋজু হাজরা, মহম্মদ সরফরাজ ওরফে সোনু, শাহরুখ শেখ, আলমগির খান এবং আমিরউদ্দিন ওরফে গুজ্জ। তাদের জেরা করতে শুরু করেন গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদে উঠে আসে মিন্টুর নাম। মঙ্গলবার রাতে মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের সদস্য মিন্টু। তবে এই ঘটনার সঙ্গে কীভাবে জড়িত তিনি তা এখনও স্পষ্ট নয়।

খাস কলকাতায় কোটি টাকা লুট, গ্রেফতার পুলিশ কনস্টেবল সহ ৬

জানা গিয়েছে, গত ৫ মে ব্যাগভর্তি টাকা নিয়ে একটি ট্যাক্সিতে উঠেছিলেন বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার দুই কর্মী।ব্যাঙ্কে টাকা জমা দিতে যাচ্ছিলেন তাঁরা। পথে ট্যাক্সি থামিয়ে জোর করে উঠে পড়েন দুই ব্যক্তি। এরপর একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় ট্যাক্সিটি। সেখানেই ওই দুই কর্মীর থেকে টাকার ব্যাগ কেড়ে নিয়ে পালায় তাঁরা। এরপরই এন্টালি থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে মথুরাপুর, সুভাষগ্রাম-সহ একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়।

রক্ষকই ভক্ষক, খাস কলকাতায় লুট প্রায় ৩ কোটি, তদন্তে নেমে গ্রেফতার পুলিশ কনস্টেবল