কলকাতাঃ ফের উত্তপ্ত ভাটপাড়া(Bhatpara)। অর্জুন সিংকে(Arjun Singh) লক্ষ্য করে চলল গুলি। ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং-এর বাড়ির সামনে হামলা চালায় দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নিল অর্জুন গড় ভাটপাজোগ।এই ঘটনায় আহত হয়েছেন একজন। জানা গিয়েছে, বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে ভাটপাড়ার মেঘনা মোড়। মেঘনা জুটমিলের শ্রমিকদের দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাঁধে।খবর পেয়ে অনুগামীদের নিয়ে সেখানে পৌঁছন অর্জুন সিং। সেখানে হাজির ছিলেন টপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিং। বিজেপি শিবিরের অভিযোগ, সেখানেই অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি চালান নমিতের এক অনুগামী। অর্জুনের কানের পাশ দিয়ে বেরিয়ে যায় গুলি। ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পাল্টা তৃণমূলের অভিযোগ, গুলি চালিয়েছেন অর্জুন সিং নিজেই। তাতে গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূলকর্মী। স্থানীয় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, গুলি চালিয়েছেন অর্জুন সিং নিজে। তাতে গুলিবিদ্ধ হয়েছেন সাজ্জাদ নামে নমিত সিংয়ের এক অনুগামী।
ফের অশান্ত ভাটপাড়া, অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Bhatpara: Bombs Hurled, Shots Fired Near Former BJP MP Arjun Singh’s House in West Bengal, 1 Injuredhttps://t.co/Y5T78nzvRy#Bhatpara #WestBengal #ArjunSingh #Shoot
— LatestLY (@latestly) March 27, 2025