Close
Advertisement
 
মঙ্গলবার, ডিসেম্বর 17, 2024
সর্বশেষ গল্প
7 minutes ago

Virat-Anushka Name Their Baby Girl Vamika: বিরুষ্কা-কন্যার মেয়ে ভামিকার নামের অর্থ জানেন?

বিনোদনের খবর Sarmita Bhattacharjee | Feb 02, 2021 02:53 PM IST
A+
A-

অবশেষে প্রতীক্ষার অবসান! অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) তাদের নিজেদের সন্তানের ছবি আনলেন প্রকাশ্যে। শুধু তাই নয়। বিরাট-অনুষ্কা, নিজের মেয়ের নাম রাখলেন ভামিকা । তিনি লেখেন, "একে অপরকে ভালবেসে, সম্মান জানিয়ে আমরা একে অপরের সঙ্গে রয়েছি। ভামিকা আমাদের জীবনের এক নতুন দিকের উন্মোচন করেছে। হাসি-খুশি-আনন্দে মিলেমিশে আমরা একসঙ্গে রয়েছি। এত শুভেচ্ছার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।" নিজের মেয়ে ভামিকাকে কোলে নিয়ে স্বামী বিরাট কোহলির সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় মেয়ে হওয়ার কথা জানিয়েছিলেন বিরাট কোহলি। পাশাপাশি পরিবারের এই আনন্দঘন মুহূর্তটা যাতে একেবারে ব্যক্তিগত পর্যায়ে থাকে, সেটিও সকলকে অনুরোধ করেন বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই ছুটি নিয়ে দেশে ফিরে এসেছিলেন বিরাট কোহলি। এরপর বেশ কিছু বিতর্কেও জড়িয়ে গিয়েছিলেন বিরাট। কিন্তু সেই সমস্ত কিছু উপেক্ষা করেই অনুষ্কার সঙ্গে জীবনের এই সুন্দর সময়টা ভাগ করে নিয়েছিলেন কোহলি।

RELATED VIDEOS