Close
Advertisement
 
শনিবার, ফেব্রুয়ারি 22, 2025
সর্বশেষ গল্প
1 minute ago

Sunil Chhetri Tests Positive For Coronavirus: করোনাভাইরাসে আক্রান্ত সুনীল ছেত্রী

খেলা Sarmita Bhattacharjee | Mar 12, 2021 01:35 PM IST
A+
A-

করোনাভাইরাসে  (COVID-19) আক্রান্ত হলেন ফুটবলার সুনীল ছেত্রী (Sunil Chhetri)। টুইট করে নিজেই একথা বলেন তিনি। টুইটে সুনীল বলেন, "আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। তবে এটা আরও ভালো খবর যে আমি ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে উঠছি। শীঘ্রই ফুটবলে ফিরে আসব। এই প্রসঙ্গে সবাইকে মনে করিয়ে দিতে চাই যে, সুরক্ষাবিধি মেনে চলুন এবং সুস্থ থাকুন।" ইন্ডিয়ান সুপার লিগে সুনীল ছত্রী বেঙ্গালুরু এফসি-তে খেলছিলে। লিগ টেবিলে ৭ নম্বরে থেকে চলতি মরশুম শেষ করেছে বেঙ্গালুরু। এই মরশুমে সুনীল ছেত্রী ২০ ম্যাচ খেলে ৮ গোল করেছেন। ইন্ডিয়ান সুপার লিগের এই মরশুম করোনার আবহে হয়েছে। গোটা টুর্নামেন্ট গোয়ায় তিনটি মাঠে খেলা হয়েছে। পুরোটাই হচ্ছে গোয়ায় জৈব সুরক্ষা বলয়ে। মাঠে দর্শক প্রবেশের অনুমতি ছিল না।

RELATED VIDEOS