Close
Advertisement
  বৃহস্পতিবার, অক্টোবর 03, 2024
সর্বশেষ গল্প
11 minutes ago

Samsung Galaxy A52 5G, Galaxy A52 & Galaxy A72 Launched: সামস্যাংয়ের নতুন ৩ স্মার্টফোনের ফিচার, দাম একনজরে

টেকনোলজি Sarmita Bhattacharjee | Mar 18, 2021 11:31 AM IST
A+
A-

সামস্যাং অফিসিয়ালি লঞ্চ করল  Galaxy A52 5G, Galaxy A72 এবং Galaxy A52 স্মার্টফোন। Samsung.com ওয়েবসাইটে নিজের এই ড্রিম স্মার্টফোনগুলি কিনে ফেলতে পারেন। Galaxy A52 5G স্পোর্টসে রয়েছে ৬.৫ ইঞ্চির FHD+ সুপার AMOLED ইনফিনিটি-ও ডিসপ্লে। Galaxy A72-র ফিচারে রয়েছে 90Hz রিফ্রেশ রেট-সহ ৬.৭ ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে। ফটোগ্রাফি করতে ভালবাসেন? Galaxy A72-এ রয়েছে ৬৪এমপি মেইন শুটার. ১২এমপি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৫এমপি ম্যাক্রো স্ন্যাপার এবং ৮এমপি টেলিফটো শুটার-সহ কোয়াড রিয়ার ক্যামেরা মড্যিয়ুল। স্মার্টফোনটির সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে ৩২এমপি ক্যামেরা। Samsung Galaxy A52 5G স্পোর্টসেও রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, এতে রয়েছে ৬৪এমপি প্রাইমারি শুটার, ১২এমপি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ৫এমপি ডেপথ সেন্সর এবং ৫এমপি ম্যাক্রো সেন্সর লেন্স। Galaxy A72-এ রয়েছে ৫ হাজার মেগাহার্ৎজ ব্যাটারি, অন্যদিকে Galaxy A52 5G-এ রয়েছে ৪,৫০০ মেগাহার্ৎজ ব্যাটারি।

RELATED VIDEOS