দিল্লি, ১১ ডিসেম্বর: ট্যুইটার (Twitter) থেকে মেটা (Meta) কিংবা অ্যামাজনে যখন ছাঁটাই শুরু হয়েছে, সেই সময় সুখবর দিল স্যামসাং ইন্ডিয়া (Samsung India )। এই মুহূর্তে ১ হাজার ইঞ্জিনিয়র নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে স্যামসাং ইন্ডিয়ার তরফে। বেঙ্গালুরু, নয়ডা, দিল্লির একাধিক সংস্থা থেকে ১ হাজার ইঞ্জিনিয়র নিয়োগ করা হবে বলে স্যামসাং ইন্ডিয়ার তরফে জানানো হয়। রিপোর্টে প্রকাশ, আইআইটি দিল্লি, আইআইটি মাদ্রাজ, আইআইটি হায়দরাবাদ,আইআইটি মুম্বই, আইআইটি রুরকি, আইআইটি খড়গপুর, আইআইটি কানপুর, আইআইটি গুয়াহাটি, আইআইটি বিএইচইউ থেকে ইঞ্জিনিয়র নিয়োগ করবে স্যামসাং ইন্ডিয়া।
প্রসঙ্গত এলন মাস্কের হাতে ট্যুইটারের (Twitter) ক্ষমতা যাওয়ার পর মাইক্রো ব্লগিং সাইট থেকে গণছাঁটাই শুরু হয়। প্রায় গোটা বিশ্ব থেকে ছাঁটাই শুরু করে ট্যুইটার। ট্যুইটারের পর মেটা থেকে শুরু হয় ছাঁটাই। প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করে মার্ক জুকারবার্গের সংস্থা। অ্যামাজনও এরপর ছাঁটাই শুরু করে।