অনুমতি ছাড়াই বিক্ষোভ মিছিলের ডাক। চেন্নাইয়ে (Chennai) অবস্থিত স্যামসং (Samsung) ইলেকট্রনিক্স কারখানার ১০৪ জন কর্মচারীকে আটক করল পুলিশ। কাঞ্চিপুরমে স্যামসংয়ের ওই কিন্তু বিক্ষোভের সেই পরিকল্পনা ভন্ডুল করে ১০৪ জন কর্মচারীকে আটক করে পুলিশ।
নির্দিষ্ট এলাকায় স্কুল, কলেজ এবং হাসপাতাল থাকায় কর্মীদের বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি, উলটে তাঁদের আটক করে পুলিশ। জানা যাচ্ছে, স্যামসংয়ের ওই কারখানায় কর্মরত ১,৮০০০ কর্মচারীর মধ্যে প্রায় হাজার কর্মচারী কারখানার কাছে অস্থায়ী তাঁবুতে এক সপ্তাহ ধরে ধর্মঘট করছে। যারা মূলত টেলিভিশন, ফ্রিজ এবং ওয়াশিং মেশিন সহ অন্যান্য যন্ত্রপাতি তৈরি করেন। শুক্রবার সংস্থার তরফে জানানো হয়েছিল, কর্মীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান করা হবে। তবে শেষ মুহূর্তে এসে সেই আলোচনা হয়ে ওঠেনি। এরপরেই ক্ষুব্ধ কর্মীরা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলেন।
আটক স্যামসং-এর ১০৪ জন কর্মচারী...
📍Samsung home appliance plant, Chennai, India.
Police have detained 104 striking Samsung workers protesting low wages.
Workers planned to start a protest march, but were detained as no permission was given since there are schools, colleges and hospitals in that area.#Samsung pic.twitter.com/ZeHEiUwKiF
— Samsung Software Updates (@SamsungSWUpdate) September 16, 2024