Samsung Galaxy M13 Series (Photo Credits: Amazon)

গত কাল ১৪ জুলাই ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে Samsung Galaxy M13 5G ও Galaxy M13। তবে আত্মপ্রকাশের আগেই এই দুই নতুন  মডেলের ভারতীয় বাজারমূল্য প্রকাশ্যে আনে টিপস্টার। অনলাইন ই-কমার্স সংস্থা অ্যামাজনে এই দুই Samsung Galaxy M13 5G, Galaxy M13 মডেল নথিভুক্ত হয়েছে। আগামী ২৩ জুলাই থেকে দুটি মডেলই অ্যামাজন থেকে কিনতে পারবেন। আরও পড়ুন-President Ram Nath Kovind Farewell: লোকসভা-রাজ্যসভার উদ্যোগ, রামনাথ কোবিন্দের বিদায়ী সম্বর্ধনা আগামী সপ্তাহে

Samsung Galaxy M13-এর মূল্য ১১ হাজার ৯৯৯ টাকা। তবে ৬৪ জিবি মডেলেই এই দাম। অন্যদিকে ১২৮ জিবি হয়ে গেলেই দাম আরও হাজার টাকা বেড়ে যাবে। আবার Galaxy M13 5G-রোম পড়ছে ১৪ হাজার ৯৯৯ টাকা পড়ছে ৬৪ জিবির ক্ষেত্রে। একইভাবে ১২৮ জিবি হয়ে গেলে দাম ১৫,৯৯৯ টাকা হয়ে যাবে

Galaxy M13 5Gফোন সিলভার অর্থাৎ রুপোলি রঙে লঞ্চ হতে পারে। এই ভ্যারিয়েন্টে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর থাকতে পারে।এছাড়াও Galaxy M13 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটিংস, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। এর সঙ্গে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর এবং ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে।

এছাড়া Galaxy M13 ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ইনফিনিট ভি ডিসপ্লে থাকতে পারে। ব্ল্যাক, সিলভার, ব্রাউন- এই তিন রঙে স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৪জি ফোন লঞ্চ হতে পারে ভারতে। এই ফোনে একটি Exynos 850 প্রসেসর, ১২৮ জিবি স্টোরেজ থাকার কথা রয়েছে। ১২ জিবি র‍্যামও থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে ৬০০০ এমএএইচ ব্যাটারি।