নয়াদিল্লি: স্যামসাং গ্যালাস্কি (Samsung Galaxy) ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি করল কেন্দ্রীয় সরকার। তাদের তরফে সিইআরটি (CERT)-ইন এর মাধ্যমে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্যামসং গ্যালাস্কি (Samsung Galaxy) ব্যবহারকারীরা যদি সমস্যার হাত থেকে মুক্তি পেতে চান তাহলে নিজেদের ফোন যখনই আপডেট চাইছে। তখনই আপডেট থাকার চেষ্টা করুন। না হলে সাইবার সিকিউরিটি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। আরও পড়ুন: X banned Accounts In India: যৌনতা ও সন্ত্রাসবাদ প্রচারের জের! ভারতের ৩,৩৫, ২৬৯টি অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার
গত এক এক সপ্তাহে ধরে স্যামসং স্মার্টফোনকে নিয়ে একাধিক সতর্কতা জারি করা হয়েছে। সূত্রের খবর, বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে ইন্ডিয়ান কমপিউটার এমারজেন্সি রেসপন্স টিমের তরফে স্যামসং গ্যালাস্কি ফোন ব্যবহারকারীদের (GOI Issues Warning for Samsung Galaxy) একাধিক গুরুতর সমস্যা সম্পর্কে জানানো হয়েছে।
রিপোর্টটি উল্লেখ করেছে, একাধিক গুরুতর সমস্যা রয়েছে স্যামসং গ্যালাস্কি মডেলগুলির অ্যান্ড্রয়েড ভার্সান ১১, ১২, ১৩ ও ১৪-তেও। আরও পড়ুন: Layoffs 2023: ছুটির মরশুম শুরুর আগে ছাঁটাই, ই-কমার্স কোম্পানি Etsy থেকে চাকরি যাচ্ছে ২২৫ জনের