Close
Advertisement
 
মঙ্গলবার, জানুয়ারী 21, 2025
সর্বশেষ গল্প
6 hours ago

Olive Ridley Turtles in Bay of Bengal: জলপাই রঙের অতিকায় সামুদ্রিক কচ্ছপের দেখা মিলল বঙ্গোপসাগরে

ভাইরাল Sarmita Bhattacharjee | Jan 09, 2021 10:01 AM IST
A+
A-

জলপাই রঙের বিশালাকারের সামুদ্রিক কচ্ছপ তথা অলিভ রিডলি সামুদ্রিক টার্টল ভেসে উঠল ওড়িশার সমুদ্র উপকূলে। বঙ্গোপসাগরে দেখা গেল এই বিরল দৃশ্য। জানুয়ারি-ফেব্রুয়ারির এই মাঝের সময়টায় বিশেষত ওড়িশার গাহিরমাথা সমুদ্রসৈকতে প্রতিবছরই এই সময়ে লক্ষাধিক কচ্ছপের দেখা মেলে। ওড়িশার সমুদ্রসৈকতে কচ্ছপের দল মাঝেমধ্যেই আসে, এখানেই তাদের জন্মবৃদ্ধির প্রক্রিয়া সম্পন্ন হয়। সমুদ্রসৈকতের বালিয়াড়ির মধ্যে মা কচ্ছপ ডিম গুলিকে সযত্নে এসে রেখে দিয়ে যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে ডিম ফুটে কচ্ছপ জন্মানোর পর সেগুলি সমুদ্রের দিকে না গিয়ে স্থলভাগে পৌঁছে যায়, এতে এদের প্রাণ সংশয়ের সম্ভাবনা তৈরি হয়। বাচ্চা অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপের জীবন সংশয়ের যাতে কোনওরকম সম্ভাবনা তৈরি না হয়, সেই কারণে রুশিকুল্যা এবং দেবী নদীতে জেলেদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে এই সামুদ্রিক প্রাণীর জাতিটিকে বাঁচিয়ে রাখার জন্য শুরু হয়েছে 'অপারেশন অলিভা'।

RELATED VIDEOS