
দিল্লি, ৩০ মে: নিম্নচাপের প্রভাব কি ক্রমশ কমছে? ক্রমাগত পরিষ্কার হচ্ছে ভারতের (India) আকাশ। অর্থাৎ আবহাওয়ার (Weather Update) পরিবর্তন হচ্ছে। বৃষ্টির (Rain) আবহাওয়া ক্রমশ কাটছে বলে মনে করা হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ, ভারতের একাধিক প্রান্তের আকাশ পরিষ্কার হচ্ছে। অর্থাৎ বর্ষা ঢুকে গেলেও রোদের দেখা মিলছে একটু একটু করে। দক্ষিণে তেলাঙ্গানা হোক বা বেঙ্গালুরু, বৃষ্টি কমেছে। অন্যদিকে মুম্বইতেও খানিক স্বস্তি দিয়েছে বৃষ্টি। উত্তরপ্রদেশ, দিল্লির আকাশও পরিষ্কার হতে শুরু করেছে। বাংলায় তুমুল বৃষ্টি শুক্রবার হচ্ছে না।
বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাংলার (West Bengal Weather) আকাশে বজ্রগর্ভ মেঘের দেখা মিললেও, শুক্রবার থেকে তা একটু একটু করে সরতে শুরু করেছে। ফলে রাজ্যের আকাশে হালকা মেঘের দেখা মিলছে। বাংলা, বিহার থেকে মেঘ সরে তা ক্রমাগত বাংলাদেশের দিকে যাচ্ছে বলে দেখা যাচ্ছে স্যাটেলাইটের ছবিতে। ফলে আর বৃষ্টিতে ভাসবে কি না রাজ্যের বিভিন্ন অংশ, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
প্রসঙ্গত বঙ্গোপসাগরে যেমন একটি নিম্নচাপ তৈরি হয়, তেমনি আরব সাগরেও দেখা মেলে নিম্নচাপের। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করেছে। যার জেরে বাংলা জুড়ে যেমন বৃষ্টি শুরু হয়, তেমনি বাংলাদেশেও শুরু হয় একটানা বৃষ্টিপাত। তবে বর্ষা ঢুকে পড়ায়, রাজ্যে বৃষ্টি হবে। তবে তা এই মুহূর্তে তুমুল আকার নিচ্ছে না বলেই খবর।
দেখুন স্যাটেলাইট থেকে তোলা সেই ছবি...
Sky gradually clearing up over india. With very few active storms Get ready for summer for few days. pic.twitter.com/syujF8B2J3
— All India Weather (@pkusrain) May 30, 2025
এদিকে প্রচণ্ড বৃষ্টির দাপটে মুম্বই থেকে যেমন জল যন্ত্রণার ছবি উঠে আসে, তেমনি তামিলনাড়ুর নীলগিরি থেকেও এক ভয় ধরানো ছবি উঠে আসে। যেখানে এক নাগাড়ে বৃষ্টির জেরে নীলগিরির একাধিক বাড়িতে ফাটল দেখা যায়। ফলে সেখান থেকে স্থানীয়দের সরানোর কাজ শুরু হয়েছে। নীলগিরির ওই অঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের না সরালে, যে কোনও সময়ে বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা প্রশাসনের।