কেরালায় বর্ষা ঢোকার কথা ছিল ১ জুন, কিন্তু সেই সম্ভাবনাকে উড়িয়ে তার বেশ কয়েকদিন আগে ২৪ মে কেরালায় বর্ষা ঢুকে পড়েছিল। এ বার বর্ষা ঢুকে পড়ল উত্তরবঙ্গে।উত্তরবঙ্গে সাধারণত বর্ষা ঢোকে ৮ জুন। তবে বৃহস্পতিবার নির্ধারিত দিনের দশ দিন আগে ২৯ মে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গে প্রবেশ করেছে।উত্তরবঙ্গের সঙ্গেই উত্তর-পূর্ব ভারতের রাজ্য ছাড়িয়ে সিকিম এবং বিহারের কিছু অংশেও ঢুকে গিয়েছে বর্ষা।বিশেষজ্ঞদের ধারণা, বঙ্গোপসাগরের উপর যে আবহাওয়া পরিস্থিতি এখন রয়েছে, যে অতি গভীর নিম্নচাপ রয়েছে, সেটাই আগেভাগে বর্ষা ঢুকতে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে।তবে দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে, সেটা এখনও জানাননি আবহাওয়াবিদেরা।
শুক্রবারের আবহাওয়ার বিজ্ঞপ্তিতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর উত্তরবঙ্গে প্রবেশ pic.twitter.com/ssNTgVcMpS
— IMD Kolkata (@ImdKolkata) May 29, 2025
বৃহস্পতিবার (২৯ মে) অতিগভীর নিম্নচাপ রায়দিঘির কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ভারতে সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝের উপকূল এলাকা রায়দিঘির কাছ দিয়ে অতিক্রম করে এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন সময়ের সঙ্গে সঙ্গে নিম্নচাপ আরও দুর্বল নিম্নচাপে পরিণত হবে।