কলকাতা, ২৯ মে: বৃহস্পতিবার কার্যত একেবারে পালটে গেল দক্ষিণবঙ্গের আবহাওয়া। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে যে নিম্মচাপ তৈরি হয়েছে,তার যে ছবি প্রকাশ্যে আসছে, তা কিছুটা অস্বাভাবিক। এই অস্বাভাবিক নিম্নচাপের জেরে বাংলায় এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। এই নিম্নচাপই কি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এমন প্রশ্নই উঠতে শুরু করেছিল। তবে বৃহস্পতিবার বেলা যত গাড়ায়, তত এই প্রশ্নের উত্তর স্পষ্ট হয়ে যায়।
জানা যায়, বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করেছে। স্থলভাগে নিম্নচাপ প্রবেশ করতেই রাজ্য জুড়ে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়। এবার নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করায় হালকা বৃষ্টিই মুষলধারে ঝরে পড়ার রূপ নিতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দেখুন বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের গতিবিধি...
The LPS (Low-Pressure System) over the Bay of Bengal looks a little abnormal. It lacks the typical characteristics of a monsoon LPS. It appears to be some kind of hybrid system with a mix of tropical and extratropical nature. pic.twitter.com/Y5odP2U3C8
— All India Weather (@pkusrain) May 29, 2025
এক নাগাড়ে দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টির পূর্বাভাস জারি রা হয়েছে,তেমনি উপকূলবর্তী এবাকাগুলিতেও ভারি বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। ফলে উত্তাল হতে পারে সমুদ্র। এই পরিস্থতিতে মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যান, সে বিষয়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। এদিকে সামনেই জামাই ষষ্ঠী। ফলে জামাই ষষ্ঠীতে আবহাওয়া কেমমন থাকবে, তা নিয়ে আশঙ্কায় শ্বশুর থেকে জামাই, প্রত্যেকে।