নয়াদিল্লিঃ ক্রমে বঙ্গোপসাগরে (Bay of Bengal) শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। যার জেরে বাংলায় ঝড়বৃষ্টির (Rain) পূর্বাভাস। বিশেষ করে দুর্যোগের ঘনঘটা দক্ষিণবঙ্গের (Souh Bengal) আকাশে (Sky)। বৃহস্পতিবার সকাল থেকে বাংলার (West Bengal) উপকূলের কাছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের জেরে আজ, বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বাঙালিদের জামাইষষ্ঠী। জামাইদের রেঁধেবেড়ে খাওয়ানোর দিন। এদিন কেমন থাকবে আবহাওয়া? তা নিয়ে চিন্তায় অনেকেই।
জামাইষষ্ঠীতে বৃষ্টি? যা জানাল আবহাওয়া দফতর
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিনও বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ জেলা। পাশপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশকিছু জেলায়। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং-এ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে লাল সতর্কতা। পাশাপাশি আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, সারাদিন মেঘালা থাকবে আকাশ, বিকেলের পর থেকে আবহাওয়া আরও খারাপ হতে শুরু করবে। ভিজবে কলকাতা-সহ হাওয়া, হুগলির মতো জেলাগুলি। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।
জামাইষষ্ঠীতে কেমন থাকবে বাংলার আবহাওয়া? জানাল হাওয়া অফিস
পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের নিকটে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ pic.twitter.com/vS2Y6mFOv6
— IMD Kolkata (@ImdKolkata) May 29, 2025