বাংলা, ওড়িশার পাশাপাশি অন্ধ্রপ্রদেশেও ঘূর্ণিঝড় ডানার (Cyclone Dana) প্রভাব দেখা দিচ্ছে। আবহাওয়া দফতরের তরফে আগে জানানো হয়েছিল যে বাংলা ও ওড়িশাতেই এর প্রভাব সবথেকে বেশি দেখা যাবে। তবে ডানা উপকূলের যত কাছে আসছে ততই এর প্রভাব দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার বিশাখাপত্তনমের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে জলোচ্ছাসের দৃশ্যও লক্ষ্য করা গিয়েছে। যার ফলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মৎসজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। আর কয়েকঘন্টার মধ্যেই উপকূলে ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়ার কথা রয়েছে। এদিন বাংলা ও ওড়িশাতে ইতিমধ্যেই এর প্রভাব দেখা যাচ্ছে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতায় ৬০ থেকে ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে পূর্ব মেদিনীপুরে এই ঝড়ের প্রভাব বেশি পড়বে। হাওয়া অফিস সূত্রের খবর কমপক্ষে ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে এই ঝড়। ইতিমধ্যে রাজ্য প্রশাসন এই দুর্যোগ মোকাবিলার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতভর নবান্নের কন্ট্রোল রুমে থাকবেন বলে জানিয়েছে। গোটা ঘটনার নজরদারি তিনি করবেন।
#WATCH | Andhra Pradesh | Visakhapatnam witnesses rough sea conditions as an effect of cyclone 'Dana' in the Bay of Bengal.
The fishermen have been advised not to venture into the sea today and tomorrow as the cyclone is expected to make landfall over the Odisha-West Bengal… pic.twitter.com/RmCe4qd3YT
— ANI (@ANI) October 24, 2024